সাকিব ও ক্রীড়া উপদেষ্টার যে পোস্ট ঘিরে আলোচনা

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সামাজিক মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পরোক্ষভাবে দায়ী করেছেন কেন তিনি দেশের হয়ে আর ক্রিকেট খেলতে পারেননি।
বিজ্ঞাপন
গত বছরের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল সাকিবের। তবে দেশে ফিরতে না পারায় সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। সম্প্রতি তিনি স্পষ্ট করেছেন, তাঁর মাঠে না নামার পেছনে উপদেষ্টার ভূমিকা আছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাকিব ভেরিফায়েড ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কিছু সময়ের মধ্যে রাত ১০টা ৪ মিনিটে আসিফ তার ফেসবুক প্রোফাইলে লিখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion।”
বিজ্ঞাপন
এর উত্তরে সাকিব রাত ১১টা ১৯ মিনিটে লিখেছেন, “যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, দেশের হয়ে খেলতে পারিনি। ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”
বর্তমানে সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে খেলার ব্যস্ততা নিয়ে সময় কাটাচ্ছেন। বাংলাদেশের জার্সি নিয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের অক্টোবর মাসে ভারতের বিপক্ষে।
বিজ্ঞাপন
রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে দেশের ক্রিকেটে মাঠে না নামা, নিরাপত্তা সংক্রান্ত শঙ্কা এবং রাজনৈতিক সময়ের প্রেক্ষাপটের কারণে সাকিবের বিদায়ের পেছনের প্রেক্ষাপটও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।








