আবেগ নয়, প্রফেশনালি ক্রিকেট বোর্ড চালানো উচিত: আসিফ মাহমুদ

ক্রিকেট বোর্ড পরিচালনায় আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার মতে, দেশের ক্রিকেট উন্নয়নের স্বার্থে বুলবুল, ফারুক এবং তামিম এই তিনজনের অভিজ্ঞতা ও পরামর্শ বিসিবির কাজে লাগানো উচিত।
বিজ্ঞাপন
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন নির্বাচনসহ সাম্প্রতিক নানা প্রসঙ্গে খোলামেলা মত প্রকাশ করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “আমি মনে করি ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি চালানো উচিত। আবেগ বা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে ভাবা যাবে না। প্রত্যেকেরই ভালো-মন্দ দিক আছে। তামিম ভাই কোনো ক্ষেত্রে ভালো করবেন, বুলবুল ভাই অন্য কোনো জায়গায়, আবার ফারুক ভাইও তার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করতে পারবেন। তাই সবার জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানো উচিত।”
বিজ্ঞাপন
একই সঙ্গে ফারুক আহমেদকে ব্যক্তিগত কারণে সরানো হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা প্রত্যাখ্যান করেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা জানান, ফারুক আহমেদকে সভাপতির দায়িত্ব দেওয়ার সময়ও তিনি ক্রিকেটারদের মতামত নিয়েছিলেন। এমনকি তামিম ইকবালও তখন ফারুকের নাম প্রস্তাব করেছিলেন বলে উল্লেখ করেন আসিফ।
বিজ্ঞাপন
বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর মাত্র চার মাসে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।
এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “ওনি ক্রিকেটকে আরও ভালো জায়গায় নিতে পারবেন যদি তাকে সময় দেওয়া হয়। আফগানিস্তানের ক্রিকেটকে তিনি অনেক উপরে তুলেছেন। এশিয়ার ক্রিকেটে তার কাজের অভিজ্ঞতা আছে। ‘মিনি বিসিবি’ করার পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল, এখন তা বাস্তবায়নের পথে। তার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে কাজে লাগবে।”