আফগানদের বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশায় জাকের আলী

এশিয়া কাপে ফাইনালের খুব কাছে থেকেও ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে সেই হতাশা পেছনে ফেলে আবারও মাঠে নামছে জাকের-সাইফরা। প্রতিপক্ষ এবার শক্তিশালী আফগানিস্তান, আর তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন অধিনায়ক জাকের আলী। নতুন দায়িত্বে থেকেই তিনি চোখ রাখছেন একদম নতুন শুরুর দিকে।
বিজ্ঞাপন
আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বসেরাদের কাতারে কমবেশি সবাই জানে। রশিদ খান, নুর আহমেদ ও মোহাম্মদ গজনফরকে সামলানো সহজ হবে না বাংলাদেশের ব্যাটারদের জন্য। তবে জাকের আলী জানালেন, প্রতিপক্ষ নয়, বাংলাদেশের মূল মনোযোগ নিজেদের ঘাটতি দূর করায়, বিশেষত ব্যাটিংয়ের ক্ষেত্রে।
জাকের বলেন, ‘মূল চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। গত সিরিজে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। তাই এবার মূল পরিকল্পনা হলো ব্যাটিং ইউনিট হিসেবে দায়িত্ব নেওয়া। এশিয়া কাপে আমরা সবচেয়ে বেশি ভুগেছি ব্যাটিংয়ে, তাই সেটাকেই এবার প্রাধান্য দিচ্ছি।’
বিজ্ঞাপন
এশিয়া কাপে বাংলাদেশি টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। চার ইনিংসে মাত্র ৪০ রান করতে পেরেছিলেন পারভেজ হোসেন ইমন, মেরেছেন দুইটি ডাকও। তানজিদ হাসান তামিম পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৬৭ রান, গড় ছিল মাত্র ১৩। তার ওপর নিয়মিত অধিনায়ক লিটন দাস ছিলেন চোটগ্রস্ত।
তবে আশার বাণী হলো, সাইফ হাসান দারুণ ছন্দে আছেন। তাকে নিয়েই ভরসা রাখছেন অধিনায়ক। জাকের , ‘সাইফ খুব ভালো করছে। আশা করি সে এই সিরিজেও রান করবে। পাশাপাশি অন্য ব্যাটাররাও এগিয়ে এলে সিরিজ আমাদের পক্ষে যাবে।’
বিজ্ঞাপন
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ মানেই লড়াই হবে সমানে সমান। এবারও ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে প্রশ্ন রয়ে গেল ব্যাটিং ব্যর্থতার দাগ মুছে কি নতুনভাবে শুরু করতে পারবে বাংলাদেশ দল?