পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করল বাংলাদেশের বোলাররা। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
বিজ্ঞাপন
কিন্তু ইনিংসের প্রথম ওভারেই ভয়ঙ্কর আঘাত হানে মারুফা আক্তার। টানা দুই বলে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে টাইগ্রেসদের এনে দেন স্বপ্নের সূচনা।
শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা। মাঝের ওভারগুলোতে নাহিদা আক্তার, রাবেয়া খান ও সালমা খাতুনদের ঘূর্ণিতে বারবার বিপদে পড়ে তারা। ছোট ছোট জুটি গড়লেও তা বেশিক্ষণ টিকেনি। বাংলাদেশি স্পিনারদের সুশৃঙ্খল আক্রমণে একপ্রকার দমবন্ধ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে চাপে পাকিস্তান
বিজ্ঞাপন
মাত্র ৩৮ ওভার ৩ বল টিকে ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দেড়শ রানের আগেই প্রতিপক্ষকে অলআউট করে ম্যাচে দারুণ সুবিধাজনক অবস্থানে যায় বাংলাদেশ।