Logo

বাংলাদেশের বিপক্ষে চাপে পাকিস্তান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৫, ১৭:১৯
4Shares
বাংলাদেশের বিপক্ষে চাপে পাকিস্তান
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই আগুন ঝরানো বোলিংয়ে চাপে ফেলে দেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার।

বিজ্ঞাপন

প্রথম ওভারেই টানা দুই বলে পাকিস্তানের দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। অধিনায়ক নিগার সুলতানার আস্থা পেয়ে আক্রমণে আসেন মারুফা। প্রথম তিন বল ডট দেওয়ার পর এক ওয়াইড ও একটি সিঙ্গেল দেন। কিন্তু ওভারের পঞ্চম বলেই সুইংয়ে কাবু হয়ে বোল্ড হন পাকিস্তানি ব্যাটার ওমাইমা সোহেল। পরের বলেই একইভাবে ইনসাইড এজ হয়ে বোল্ড হন সিদরা আমিন।

শুরুর ধাক্কা সামাল দিতে চেষ্টা করেন রামিন শামিম ও মুনিবা আলি। তবে তাদের জুটি ভাঙেন নাহিদা আক্তার। ব্যক্তিগত ১৭ রানে সাজঘরে ফেরেন মুনিবা। এরপর রামিনও ২৩ রান করে নাহিদার শিকারে পরিণত হন।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১০০ রান।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD