Logo

টসে হারার রেকর্ডের পথে গিল

profile picture
ক্রীড়া ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৬:৩২
15Shares
টসে হারার রেকর্ডের পথে গিল
ছবি: সংগৃহীত

ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার আগে প্রথম কাজটি হলো টস। অনেক সময়ই মঞ্চের এই ছোট খেলা পুরো ম্যাচের ফলকে প্রভাবিত করে। তাই অধিনায়করা সাধারণত টস জিততে চান। কিন্তু ভারতের অধিনায়ক শুভমান গিল যেন টসের ক্ষেত্রে একটু বেশি দুর্ভাগ্যবান।

বিজ্ঞাপন

আহমেদাবাদে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম টেস্টে গিল আবারও টস হেরে গেলেন। ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, অধিনায়ক হিসেবে নিজের প্রথম ছয় টেস্টেই টস হারের দুঃখজনক রেকর্ড গিলের নামে।

পরের টেস্ট শুরু হবে দিল্লিতে ১০ অক্টোবর। যদি সেই ম্যাচেও টস হারে, তাহলে তিনি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বেভান কনডনের রেকর্ডের সমকক্ষ হবেন। কনডন তার প্রথম সাত ম্যাচের মধ্যে প্রথম ছয়টি টস হেরেছিলেন। গিল এখন এই তালিকায় তার ঠিক পরে।

বিজ্ঞাপন

গিলের টস হারের রেকর্ডের প্রেক্ষাপট: ২০১৮ সালে বিরাট কোহলি ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক হিসেবে পাঁচটি টেস্টে টস হেরেছিলেন। নিউজিল্যান্ডের টম ল্যাথামও ২০২০ সালে অধিনায়ক হিসেবে প্রথম ছয় ম্যাচে টস হেরেছেন।

ইতিহাসে টেস্টে ১০ ম্যাচে টানা টস হারের রেকর্ড আছে ইংল্যান্ডের নাসের হুসেইনের। ওয়ানডেতে ১২ ম্যাচে টানা টস হারের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার। গিলের জন্য টস যেন এক ধরনের দুর্ভাগ্যের প্রতীক, কিন্তু ক্রিকেটের খেলা তো সবসময়ই অপ্রত্যাশিত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD