Logo

বিশ্বকাপই মূল লক্ষ্য, প্রথম ম্যাচ শেষে বললেন রশিদ খান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৫, ১৫:০৯
11Shares
বিশ্বকাপই মূল লক্ষ্য, প্রথম ম্যাচ শেষে বললেন রশিদ খান
ছবি: সংগৃহীত

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর জয় তুলে নিল বাংলাদেশ। পারভেজ ইমন ও তানজিদ তামিমের ঝলমলে উদ্বোধনী জুটিতে শুরুটা ছিল দারুণ। তবে হঠাৎ করেই কয়েক ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের পথ কঠিন করে তোলে টাইগাররা। শেষ পর্যন্ত সংগ্রাম করেই ৪ উইকেটে ম্যাচ শেষ করে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

এর আগে সদ্য সমাপ্ত এশিয়া কাপেও আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে টাইগাররা স্পষ্টভাবেই এগিয়ে—শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় তাদের দখলে।

এই ম্যাচে আফগানিস্তানের ভরসা হয়ে উঠেছিলেন অধিনায়ক রশিদ খান। বল হাতে একাই ৪ উইকেট নিয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখান তিনি। তবে ব্যাটিং ব্যর্থতা নিয়েই হতাশা প্রকাশ করেন ম্যাচ শেষে।

বিজ্ঞাপন

রশিদ বলেন, “আমাদের ইনিংসে অন্তত ১৭০ বা ১৮০ রান হওয়া উচিত ছিল। এশিয়া কাপে যেমন শট সিলেকশনের ভুলে ভুগেছি, এখানেও তাই হয়েছে। আসলে এটা টেকনিক নয়, সচেতনতার বিষয়। আশা করি ব্যাটাররা এটা থেকে শিক্ষা নেবে। সামনে বিশ্বকাপ, ওটাই আমাদের প্রধান লক্ষ্য।”

বল হাতে দলের ঘাটতির দিকও তুলে ধরেন আফগান অধিনায়ক। “শুরুতে (৬–১০ ওভার) আমরা যেমন বোলিং করেছি, তা যথেষ্ট ভালো ছিল না। স্টাম্পে যত বেশি বল করা যায়, ততই কার্যকর হয়। পরে সেটাই করতে পেরেছি বলে ম্যাচে কিছুটা চাপ তৈরি হয়েছিল। তবে শেষের দিকটা আরও ভালোভাবে শেষ করা সম্ভব ছিল।”

বিজ্ঞাপন

শেষ দিকে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা সত্ত্বেও আফগানিস্তান ম্যাচ জিততে পারেনি। রশিদ খান মনে করেন, “বাংলাদেশ শুরুটা দুর্দান্ত করেছিল। শেষ আট ওভারে তাদের মাত্র ৫০ রান দরকার ছিল। এরপরও লড়াইয়ে ফিরতে পেরেছিলাম। তবে টি-টোয়েন্টিতে মোমেন্টাম একবার হারালে সেটা আর ফেরানো যায় না।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD