সাকিবের পর এবার সাউদিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন মোস্তাফিজ

বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান আবারও লিখলেন নতুন ইতিহাস। এর আগে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। এবার বিশ্ব ক্রিকেটে অনন্য কীর্তি গড়ে নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদিকে টপকে গেলেন এই টাইগার তারকা।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডট বল করার রেকর্ড এতদিন ছিল সাউদির দখলে। অবসরে যাওয়ার আগে ১২৬ ম্যাচের ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ১১৩৮টি ডট বল করেছিলেন কিউই এই পেসার।
শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামার আগে সাউদির চেয়ে মাত্র তিনটি ডট পিছিয়ে ছিলেন মোস্তাফিজ।
বিজ্ঞাপন
আফগান ব্যাটারদের বিপক্ষে ৭টি ডট বল ছুঁড়ে অবশেষে সাউদিকে পেছনে ফেলেন তিনি। ফলে সর্বোচ্চ ডট বলের বিশ্বরেকর্ড এখন বাংলাদেশের মোস্তাফিজের দখলে। মাত্র ১২০ ইনিংসে ২৬১৬ বল করে তার ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪২, যা সাউদির তুলনায় কম ইনিংস ও কম বল করেই অর্জিত।
যদিও উইকেটসংখ্যায় এখনো এগিয়ে আছেন সাউদি। তার শিকার ১৬৫টি উইকেট। মোস্তাফিজের উইকেট সংখ্যা বর্তমানে ১৫২। সাউদিকে ছাড়িয়ে যেতে আরও ১৩টি উইকেট প্রয়োজন তার।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের তালিকায় বর্তমানে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। ১০৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৭৯। তবে রশিদকে ছাড়ানোর লড়াই এখনো বাকি থাকলেও, ডট বলে বিশ্বরেকর্ড এখন মোস্তাফিজের গর্বের অর্জন।