Logo

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন রোহিত, অস্ট্রেলিয়া সফরে স্কোয়াডে চমক

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ অক্টোবর, ২০২৫, ১৮:১০
16Shares
ওয়ানডেতে নেতৃত্ব হারালেন রোহিত, অস্ট্রেলিয়া সফরে স্কোয়াডে চমক
ছবি: সংগৃহীত

চলতি মাসে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় । আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে  বিসিসিআই। যেখানে রোহিত শর্মাকে সরিয়ে ওয়ানডে দলের নেতৃত্বভার শুভমান গিলের কাঁধে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অধিনায়কত্ব হারালেও দলে রাখা হয়েছে রোহিতকে। তার সঙ্গে দলে ফিরেছেন আরেক তারকা ব্যাটার বিরাট কোহলি। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা স্কোয়াড থেকে ভারতের ওয়ানডের ১৫ সদস্যের এই দলে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে।

যেখানে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী। এ ছাড়া ঊরুর মাংসপেশির চোটের কারণে হার্দিক পান্ডিয়া এবং আগে থেকেই ইনজুরির কারণে বাইরে থাকা ‍ঋষভ পান্ত এখনও সেরে না ওঠায় অস্ট্রেলিয়া সফরে থাকছেন না। এর বাইরে ভারতের আসন্ন সফরে বিশ্রামে থাকবেন পেসার জাসপ্রিত বুমরাহ। 

বিজ্ঞাপন

বাদ পড়া পাঁচজনের জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল। 

আগামী রবিবার (১৯ অক্টোবর) পার্থে শুরু হবে ওয়ানডে সিরিজ, ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় ও ২৫ তারিখে সিডনিতে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

এরপর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৯ (ক্যানবেরা) ও ৩১ অক্টোবর (মেলবোর্ন), ২ (হোবার্ট), ৬ (গোল্ডকোস্ট) ও ৮ নভেম্বর (ব্রিসবেন)।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুভ জুরেল (উইকেটরক্ষক) ও যশস্বী জয়ওসয়াল।

বিজ্ঞাপন

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্শিত রানা, রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD