Logo

আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্য সরকারের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১৮:২৪
14Shares
আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্য সরকারের
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের মাঝপথে পাঁজরের চোটে পড়েন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। ফলে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে তিনি ছিলেন না। এরপর আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ থেকেও ছিটকে পড়ায় দেশে ফিরে আসেন তিনি।

বিজ্ঞাপন

তার জায়গায় টি-টোয়েন্টি দলে ডাক পান সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতায় এখনও দেশে আটকে থাকা এই ক্রিকেটারের আর সিরিজটিতে খেলা হচ্ছে না বলে জানা গেছে।

গণমাধ্যমকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, ভিসা না পাওয়ায় সৌম্যের আর (সংযুক্ত আরব আমিরাতে) যাওয়া হচ্ছে না। আগামীকাল রবিবার (০৫ অক্টোবর) শেষ টি-টোয়েন্টির আগে যোগ দিতে না পারায় এই সিরিজে খেলা হচ্ছে না তার। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে ওয়ানডের স্কোয়াডে নেই সৌম্য।

বিজ্ঞাপন

এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শেষ হয় ২৫ সেপ্টেম্বর। এর এক সপ্তাহ বাদে (০২ অক্টোবর থেকে) আমিরাতেই আফগানিস্তানের সঙ্গে তাদের সিরিজের সূচি নির্ধারিত ছিল। ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতেই অবস্থান করছিল টাইগাররা। কিন্তু নতুন করে দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে ভিসা জটিলতার মুখে পড়েন সৌম্য। ইতোমধ্যে অনুষ্ঠিত দুটি টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। জাকের আলি অনিকদের সামনে এবার আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছে।

এর আগে সৌম্য সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিপক্ষে সুযোগ পেয়ে ডাক নিয়ে ফেরায় পরবর্তী সিরিজগুলোতে তার আর ডাক পড়েনি। লিটনের ইনজুরিতে কপাল খুললেও, এবার তার সামনে দেয়াল তুলে দিলো ভিসা জটিলতার মতো সমস্যা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD