Logo

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ অক্টোবর, ২০২৫, ১৪:২৫
23Shares
ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী দ্বৈরথ ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য অন্যরকম উত্তেজনা।

বিজ্ঞাপন

সেই উত্তেজনারই ধারাবাহিকতা দেখা গেল প্যারাগুয়ের আসুনসিওনে অনুষ্ঠিত কনমেবল লিগা ইভল্যুশন অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে। রোমাঞ্চকর এই ম্যাচে নির্ধারিত সময় শেষে সমতায় থাকলেও টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্রাজিল কিশোররা।

নির্ধারিত ৮০ মিনিটে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই করে। ব্রাজিল প্রথমে এগিয়ে গেলেও রিভার প্লেটের তরুণ ফরোয়ার্ড ব্রুনো কাবরালের জোড়া গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। তবে ভাগ্যের সহায়তা পাননি তারা। টাইব্রেকারে আর্জেন্টিনার শেষ শটটি মিস করেন রোমান গঞ্জালেস, যা ঠেকিয়ে দিয়ে দলকে শিরোপা এনে দেন ব্রাজিলের গোলরক্ষক।

আরও পড়ুন: হংকং ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে যা বললেন হামজা

বিজ্ঞাপন

যদিও ফাইনালে ট্রফি ওঠেনি আর্জেন্টিনার হাতে, তবে পুরো টুর্নামেন্টজুড়ে আলো ছড়িয়েছেন ১৫ বছর বয়সী ব্রুনো কাবরাল। টুর্নামেন্টে আর্জেন্টিনার মোট ১১ গোলের মধ্যে ১০টিই এসেছে তার পা থেকে—যা তাকে করেছে আসরের সর্বোচ্চ গোলদাতা। রিভার প্লেটের নবম বিভাগে গত মৌসুমে ২৬ ম্যাচে ২৭ গোল করেছিলেন এই তরুণ প্রতিভা।

আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ জানায়, কাবরালের শৃঙ্খলা, ফিটনেস ও খেলার প্রতি নিবেদন তাকে দলের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক খেলোয়াড়ে পরিণত করেছে। ফাইনালের হারের কষ্ট থাকলেও, দলের সার্বিক পারফরম্যান্সে তারা সন্তুষ্ট।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD