Logo

স্বর্ণার দ্রুততম ফিফটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ১৮:৫৫
8Shares
স্বর্ণার দ্রুততম ফিফটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল
ছবি: সংগৃহীত

ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। একের পর এক ম্যাচে রান না পাওয়ায় সমালোচনায় ছিলেন ব্যাটাররা। তবে বিশাখাপত্তমে এসে যেন বদলে গেল দৃশ্যপট। শুরুতে ধীরগতির ইনিংসের পর মিডল অর্ডারে আগুন ঝরালেন স্বর্ণা আক্তার। তার ঝোড়ো ফিফটির সুবাদে বিশ্বকাপ মঞ্চে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ল টাইগ্রেসরা।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ছিল ধীর ও সাবধানী। ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক এবং ফারজানা হক প্রথম পাওয়ারপ্লেতে উইকেট না হারিয়ে দলকে এনে দেন稳 শুরু। যদিও রানরেট ছিল কম, তবুও তারা স্কোরবোর্ডে ধীরে ধীরে যোগ করতে থাকেন গুরুত্বপূর্ণ রান।

দীর্ঘ সময় পর উদ্বোধনী জুটিতে ফিফটির দেখা পায় বাংলাদেশ নারী দল। কিন্তু ৫২ বলে ২৫ রান করে রুবাইয়া আউট হলে ভাঙে প্রথম উইকেট জুটি। অপর ওপেনার ফারজানা খেলেন ধৈর্যশীল ইনিংস, করেন ৭৬ বলে ৩০ রান।

দ্বিতীয় উইকেট পতনের পর ইনিংসে স্থিতি ফেরান অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার। তিন নম্বরে নেমে তিনি দেখেশুনে খেলেন এবং দলকে এগিয়ে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে। দুজনের জুটিতে আসে ৭৭ মূল্যবান রান।

বিজ্ঞাপন

জ্যোতি ৪২ বলে ৩২ রান করে ফেরেন, তবে শারমিন তুলে নেন নিজের পরিশ্রমে গড়া ফিফটি। ৭৪ বলে এই অর্ধশতক ছুঁয়ে তিনি দলকে এনে দেন শক্ত ভিত। এই জুটিই ম্যাচের গতি বদলে দেয়।

শারমিন আউট হওয়ার পরই মাঠে নামেন স্বর্ণা আক্তার। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনি যেন রণহুঙ্কার দিয়েই নেমেছিলেন। প্রথম দিকে দেখে খেলে পরিস্থিতি বুঝে নেওয়ার পর শুরু করেন রানের আতশবাজি। মাঠের চারপাশে শটের ফুলঝুরি ছড়িয়ে মাত্র ৩৪ বলেই পঞ্চাশ স্পর্শ করেন এই তরুণী ব্যাটার।

এটি বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। তার ব্যাট থেকে আসে একের পর এক বাউন্ডারি ও দৃষ্টিনন্দন শট। স্বর্ণার ইনিংসই বাংলাদেশের স্কোরকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

ইনিংসের শেষভাগে তাকে সঙ্গ দেন রিতু মণি। রিতুর ব্যাট থেকেও আসে ঝড়ো রান — মাত্র ৮ বলে অপরাজিত ১৯। শেষ ওভারগুলোতে তাদের দুজনের দ্রুত রান তোলায় ২৩২ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

এটাই নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ — যা দলের আত্মবিশ্বাসে নতুন জোয়ার এনে দিয়েছে।

এখন পর্যন্ত বিশ্বকাপের এই আসরে বাংলাদেশ ব্যাটাররা রানের জন্য ভুগছিলেন। কিন্তু স্বর্ণার এই রেকর্ড ইনিংস যেন নতুন করে জাগিয়ে তুলেছে পুরো দলকে। কোচিং স্টাফ থেকে শুরু করে সতীর্থ সবাই প্রশংসায় ভাসাচ্ছেন এই তরুণ ব্যাটারকে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD