বাংলাদেশের সামনে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা

নারী ওয়ানডে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে জয় ফিরে পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই ম্যাচে পরাজয়ের পর টাইগ্রেসদের জন্য এটি নতুন সুযোগ। ভারতের বিশাখাপত্তমে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
বিজ্ঞাপন
বাংলাদেশ নারী দল আসরটি দারুণভাবে শুরু করেছিল। লিগ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের সঞ্চয় হয়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হেরে গেলে আশা কিছুটা কমে গেলেও শক্তভাবে লড়াই দেখিয়েছিল টাইগ্রেসরা। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের ব্যবধানে হারের পর দলের সামনে জয়ের চ্যালেঞ্জ আরও বড় হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং তেমন জোয়ার দেখাতে পারেনি। ওপেনার থেকে মিডল অর্ডার পর্যন্ত মাত্র তিন ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পেরেছিলেন। দলের সর্বোচ্চ রান আসে ফাহিমা খাতুনের ৩৪ রান।
ম্যাচের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছে, আশা করি পরের ম্যাচেও একই ধারাবাহিকতা থাকবে। ব্যাটারদেরও নিজেদের খেলার সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন।”
বিজ্ঞাপন
ইতিমধ্যেই ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২১টি ম্যাচ খেলে বাংলাদেশ, জয়ের সংখ্যা মাত্র ৩। শেষবার ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ, যা ২-১ ব্যবধানে হেরেছে।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।