কাউকে রোগ বালাই দিও না, ডিরেক্ট মৃত্যু দিও: নিগার সুলতানা

বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বিজ্ঞাপন
দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তীব্র হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগীই প্রাধান্য পান। টেস্ট করাতে গেলে আরও খুশি। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম—আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না, একদম সরাসরি মৃত্যু দিও।’
আরও পড়ুন: সেঞ্চুরিতে মুশফিকের জ্বলে ওঠা উদযাপন
জ্যোতির এই মন্তব্যের পর বিষয়টি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
দেশের চিকিৎসা খাত নিয়ে এমন ক্ষোভ নতুন নয়। দীর্ঘদিন ধরেই নাগরিকদের অভিযোগ—সরকারি হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার না থাকা, প্রাইভেট হাসপাতালে অতিরিক্ত ব্যয় এবং অব্যবস্থাপনা রোগীদের জীবনকে আরও কঠিন করে তুলছে।
আরও পড়ুন: নেইমার ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারেনি তারা—৭ ম্যাচে কেবল ১ জয়ে ৮ দলের মধ্যে সপ্তম স্থানে শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।








