Logo

অবশেষে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১৫:২৬
5Shares
অবশেষে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন
ফাইল ছবি।

বহুদিনের আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব ছাড়ছেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষেই তিনি পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেভাগেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন দেশের অন্যতম শীর্ষ স্থানীয় এই কোচ। তিনি ইতোমধ্যেই বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

দুবাইয়ে আইসিসির সভায় অংশ নিতে থাকা বিসিবি সভাপতি বুলবুল জাগো নিউজকে জানিয়েছেন, “হ্যাঁ, মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন।”

বিজ্ঞাপন

জানা গেছে, আজ সকালে সালাউদ্দিন বিসিবি ভবনে গিয়েছিলেন কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে। ধারণা করা হচ্ছে, এটি তার পদত্যাগ প্রক্রিয়ার শেষ ধাপ।

২০২৪ সালের ৫ নভেম্বর সালাউদ্দিন বোর্ডে যোগ দিয়েছিলেন। সে সময় ডেভিড হেম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব দেওয়া হয় তাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাটারদের দুর্বল পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

এরই মধ্যে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবি নতুন ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর এবং ঢাকায় দ্বিতীয় টেস্ট হবে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD