ফ্লাইট মিস, ঢাকায় ফিরতে দেরি হামজার

আজ দুপুর ১২টার ফ্লাইটে ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। তবে ফ্লাইট মিস করায় কিছুটা দেরি হচ্ছে তার দেশে ফেরায়। নতুন সূচি অনুযায়ী বিকেল ৫টার দিকে ঢাকায় নামবেন তিনি।
বিজ্ঞাপন
বাফুফে সূত্রে জানা গেছে, লন্ডনে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। এজন্য নিজ উদ্যোগে নতুন টিকিট করে পরবর্তী ফ্লাইটে যাত্রা করেছেন তিনি।
আজ জাতীয় দলের কোনো অনুশীলন সেশন নেই, তাই তার দেরিতে আসা নিয়ে তেমন সমস্যা হচ্ছে না।
বিজ্ঞাপন
এশিয়ান কাপ বাছাইপর্বে মার্চ উইন্ডোতে বাংলাদেশ দলে অভিষেক হয় হামজার। এরপর জুন ও অক্টোবর উইন্ডোতেও তিনি দলের সঙ্গে যোগ দেন এবং আগমনের দিনেই অনুশীলনে অংশ নেন।
এদিকে আগামীকাল রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছাবেন সামিত সোম। নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের ম্যাচের আগে তার হাতে একদিনের অনুশীলনের সময় থাকবে। কোচ হ্যাভিয়ের কাবরেরা নেপাল ম্যাচে সামিতকে কতটা সুযোগ দেন, সেটিই এখন দেখার বিষয়।








