আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যে ক্ষুব্ধ বাফুফে, বিসিবিকে ব্যাখ্যা চেয়ে চিঠি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের ফুটবলবিরোধী মন্তব্যে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘটনাটির পরপরই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে একটি চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
বিজ্ঞাপন
বাফুফের পাঠানো চিঠিতে বলা হয়, ‘ক্রিকেট কনফারেন্সে ফুটবল নিয়ে অত্যন্ত অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনার অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘খেলাধুলা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। কিন্তু ক্রিকেট কনফারেন্সে ‘অভিজাত’ ও ‘মারামারি’ শব্দ ব্যবহারের মধ্য দিয়ে একটি বৈষম্যমূলক ও হুমকিসূচক মানসিকতা প্রকাশ পেয়েছে। আমরা এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে খোলামেলা ব্যাখ্যা প্রত্যাশা করছি।’
আরও পড়ুন: ফ্লাইট মিস, ঢাকায় ফিরতে দেরি হামজার
বিজ্ঞাপন
এর আগে বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিও আসিফ আকবরের বক্তব্যের নিন্দা জানায়। সংগঠনের সভাপতি সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন বলেন, ‘একজন সম্মানিত বিসিবি পরিচালক হিসেবে এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। বিসিবির উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘তিনি যা বলেছেন তা ফিরিয়ে নিতে হবে, না হলে ফুটবলপ্রেমীরা মেনে নেবে না। ক্রিকেট ভদ্রলোকের খেলা, কিন্তু মন্তব্যে ভদ্রতার প্রতিফলন দেখা যায়নি।’
উল্লেখ্য, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের খেলোয়াড়ি জীবন শুরু হয়েছিল ফুটবল দিয়ে। পুরান ঢাকার গেন্ডারিয়ায় বেড়ে ওঠা বুলবুল একসময় ভিক্টোরিয়া ক্লাবের হয়ে স্ট্রাইকার হিসেবেও খেলেছেন। তাই অনেক ফুটবলপ্রেমী বিস্ময় প্রকাশ করেছেন, এমন মন্তব্য চলাকালে তিনি নীরব ছিলেন কেন।
বিজ্ঞাপন
সাবেক অধিনায়ক মামুনুল বলেন, ‘বুলবুল ভাই ভদ্র মানুষ, তবে আসিফের বক্তব্যের সময় তাঁর নীরবতা আমাদের কষ্ট দিয়েছে। তাঁর উচিত ছিল বক্তব্য থামিয়ে দেওয়া।’
সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবও এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘আসিফ আকবরের বক্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, এটি বাংলাদেশের এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে প্রকাশ্যে অপমান করেছে।’
বিজ্ঞাপন
ফুটবল ও ক্রিকেটের অবকাঠামোগত ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে টানাপোড়েন রয়েছে। সাবেক ফুটবলাররা মনে করেন, দুই ফেডারেশনের আলোচনার মাধ্যমে এ সংকট সহজেই সমাধানযোগ্য।








