নাজমুলের অষ্টম সেঞ্চুরি, এক বল পরই এলবিডব্লিউ!

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চলতি বছরের তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তবে সেঞ্চুরি করার ঠিক এক বল পরই এলবিডব্লিউ হয়ে তিনি সাজঘরে ফেরেন।
বিজ্ঞাপন
তিনি ১১২ বল খেলে ১৪ চারের সাহায্যে শতক পূর্ণ করেন। সেঞ্চুরির পর আয়ারল্যান্ডের বোলার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হন নাজমুল। একই সঙ্গে এই উইকেটের মাধ্যমে ম্যাকব্রাইন টেস্টে ২৬ উইকেট করে এককভাবে রেকর্ড গড়ে, যা আগে মার্ক অ্যাডায়ার-এর সঙ্গে যৌথ ছিল।
আরও পড়ুন: ৯ বলের ব্যবধানে ফিরলেন জয়-মুমিনুল
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫৬১ রান, লিড ২৭৫। ক্রিজে আছেন অভিষিক্ত হাসান মুরাদ এবং হাসান মাহমুদ।








