৯ বলের ব্যবধানে ফিরলেন জয়-মুমিনুল

সিলেট টেস্টের তৃতীয় দিনে দারুণ সূচনার পর হঠাৎই দুটি ধাক্কা খেল বাংলাদেশ। মাত্র ৯ বলের ব্যবধানে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক— দুজনই দারুণ ফর্মে থেকেও আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন।
বিজ্ঞাপন
গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৩৮ রান। আজ সকালে অপরাজিত দুই ব্যাটার জয় ও মুমিনুল ব্যাট হাতে নামলেও খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। প্রথমে ব্যারি ম্যাককার্থির বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে থাকা জয় ১৭১ রানে ক্যাচ দেন উইকেটরক্ষক লরকান টাকারকে। এরপরই একই বোলারের বলে বিদায় নেন মুমিনুল— ১৮ রানের আক্ষেপে থামে তার ইনিংস।
১৭৩ রানের দারুণ জুটি ভাঙে এ দুই উইকেটের মধ্য দিয়ে। জয় ২৮৬ বলের ইনিংসে ১৪টি চার ও ৪টি ছক্কা মারেন। মুমিনুল খেলেন ১৩২ বল, হাঁকান পাঁচ চার ও দুই ছক্কা।
বিজ্ঞাপন
এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে বাংলাদেশ লিড নেয় ৫২ রানের। নতুন বল হাতে নিয়ে তৃতীয় দিনের শুরুতেই আইরিশরা ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়।
মুমিনুলের জন্য এটি ছিল বিশেষ ইনিংস— কারণ এক বছর পর সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে অপরাজিত ১০৭ রান করেছিলেন সাবেক এই অধিনায়ক। এরপর নয় ইনিংসে তিনটি হাফসেঞ্চুরি এলেও সেঞ্চুরির দেখা মেলেনি।
বিজ্ঞাপন
তৃতীয় দিনের শুরুতে দুই সেট ব্যাটারের বিদায়ের পর বাংলাদেশ ৩ উইকেটে ৩৪৬ রান তুলেছে, লিড দাঁড়িয়েছে ৬০ রানে।








