শামিকে না খেলানোর কারণ খুঁজে পাচ্ছেন না সৌরভ

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ সময়ের চোট কাটিয়ে ভারত জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ শামি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলেছেন। যেখানে ৫ ম্যাচে চ্যাম্পিয়ন দলটির হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন শামি। কিন্তু এরপর থেকেই ভারতের স্কোয়াডে তিনি ব্রাত্য হয়ে পড়েন। জায়গা হয়নি অস্ট্রেলিয়া সফরের দলেও।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়া সিরিজে শামিকে না রাখার কারণ হিসেবে ফিটনেস ইস্যুকে সামনে এনেছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। কিন্তু শামি জানান তিনি পুরো ফিট থাকা সত্ত্বেও তাকে বিবেচনা করা হয়নি। এমনকি তিনি ঘরোয়া ক্রিকেটেও খেলছেন এবং ছন্দে আছেন।
শামির সঙ্গে একমত অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার মতে, শামি পুরোপুরি ফিট। এমনকি জাতীয় দলের হয়ে খেলার জন্যও শামি প্রস্তুত বলে মনে করেন গাঙ্গুলি।
বিজ্ঞাপন
তিনি বলেন, 'শামি দুর্দান্ত। রঞ্জির দুই-তিনটি ম্যাচেই তিনি প্রায় একাই জেতালেন বেঙ্গলকে। নির্বাচকেরা নিশ্চয়ই নজর রাখছেন। ফিটনেস ও দক্ষতার বিচারে শামি সেই শামিই আছে। তাই আমার মতে, টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি— ভারতের হয়ে খেলতে না দেওয়ার কোনো কারণই দেখি না।'
বর্তমানে রঞ্জিতে খেলছেন শামি। এই আসরে প্রথম তিন ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন শামি। যেখানে মোট বোলিং করেছেন ৯৩ ওভার। যা তার ফিটনেসের প্রমাণ দেয়।








