Logo

ক্রিকেটকে ঘৃণা করে ছাড়তে চাই না : রুমানা আহমেদ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ১৪:১৬
14Shares
ক্রিকেটকে ঘৃণা করে ছাড়তে চাই না : রুমানা আহমেদ
অলরাউন্ডার রুমানা আহমেদ । ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান ক্রিকেট পরিবেশ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, তিনি চান সুষ্ঠু ও স্বাধীন তদন্ত হয়ে প্রকৃত দোষীদের বের করা হোক, যেন কোনো অপকর্মে জড়িত ব্যক্তি বাদ না পড়ে। রুমানা উল্লেখ করেছেন, ‘আমি ক্রিকেটকে ভালোবেসে খেলতে এসেছিলাম, এটাকে ঘৃণা করে ছাড়তে চাই না।’

এর আগে জাতীয় দলের সাবেক অলরাউন্ডার জাহানারা আলম এক সাক্ষাৎকারে সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। একই সঙ্গে অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগও ওঠে।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে সফরের পর জাহানারা বিসিবিতে ছয় পৃষ্ঠার বিস্তারিত অভিযোগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তা কোনো সমাধান হয়নি এবং উল্টো তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

রুমানা জানিয়েছেন, ২০২৩ সাল থেকে তিনি সতর্ক করেছিলেন যে দলের মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তিনি মনে করিয়ে দিয়েছেন, একজন নারী এইভাবে কান্নাকাটি করে অভিযোগ করা কোনো হালকা বিষয় নয়।

বিজ্ঞাপন

রুমানার এই মন্তব্য নারী ক্রিকেটের ভেতরের সমস্যাগুলোকে সামনে এনেছে এবং দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সততা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD