পুরো জাতিকে গর্বিত করতে চাই : হামজা চৌধুরী

বাংলাদেশের ফুটবলের নতুন উদীয়মান ‘পোস্টার বয়’ হামজা চৌধুরী আবারো দেশের নাম উজ্জ্বল করতে চান। ইংল্যান্ডে বড় হওয়া এই মিডফিল্ডার হৃদয়ে সর্বদা বাংলাদেশকে ধারণ করেছেন। বর্তমানে লাল-সবুজ জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করছেন এবং দেশের জনগণের ভালোবাসা ও সমর্থন থেকে অনুপ্রাণিত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে হামজা চৌধুরী আনুষ্ঠানিকভাবে রবি আজিয়াটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত ও সাংবাদিক। লেস্টার সিটির এই তারকা ভক্তদের সাথে সাক্ষাৎ করতে এসে উদ্দীপনা ছড়িয়েছেন, অথচ তার নম্র ও হাস্যোজ্জ্বল চেহারায় যেন সেই উদ্দীপনা আরও প্রাণবন্ত হয়েছে।
আরও পড়ুন: ফ্লাইট মিস, ঢাকায় ফিরতে দেরি হামজার
হামজা বলেন, “আমি যে ভালোবাসা পাই, সেটা খুব যত্নের সঙ্গে ধরে রাখি। চেষ্টা করি সেই সমর্থন সবার সঙ্গে ভাগ করে নিতে। এটাই আমাকে বারবার দেশে ফিরে আসার অনুপ্রেরণা দেয়।” তিনি আরও যোগ করেন, তার পরিবারও বাংলাদেশের প্রতি তার ভালোবাসায় অনুপ্রাণিত এবং তার সন্তানরাও দেশে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় দলের ‘নম্বর এইট’ হিসেবে খেলা হামজা, ২৫ মার্চ ভারতের শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে অভিষেকের পর এখন পর্যন্ত পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। তার আগমন দেশের ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। গ্যালারির টিকেট বিক্রিতে দেখা গিয়েছে এই উদ্দীপনার প্রমাণ—একটি সাধারণ ম্যাচের ১৮,৩০০ টিকিট মাত্র তিন মিনিটে বিক্রি হয়ে গেছে।
আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের জাতীয় দল নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে, আর ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। উভয় ম্যাচই রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে।
বিজ্ঞাপন
হামজা বলেন, “প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই।” তার এই দৃঢ় সংকল্প ও আন্তরিকতা বাংলাদেশ ফুটবলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।








