ব্রাজিলে নাম সংকট, অলিতে গলিতে হাজারো নেইমার!

একই এলাকায় যদি একাধিক মানুষের নাম এক হয়, তাহলে ডাকাডাকিতে তো ঝামেলা হবেই! আর যদি সেই নামটা হয় কোনো বিশ্ববিখ্যাত তারকার নামে—তাহলে তো বিভ্রান্তি আরও বাড়ে। এমনই এক অদ্ভুত পরিস্থিতির মুখে পড়ছে ফুটবলের দেশ ব্রাজিল।
বিজ্ঞাপন
সেখানে এখন অলিতে-গলিতে নেইমার! শুনতে অবাক লাগলেও, সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে—ব্রাজিলে প্রায় দেড়-দুই হাজার নয়, পুরো ২ হাজার ৪৪৩ জনের নামই ‘নেইমার’! তাদের মধ্যে আবার ৫০ জন মেয়ে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, দেশটির ২৭টি রাজ্যেই নেইমার নামধারী মানুষ আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মিনাস গেরাইসে ৩৭২ জন, এরপর সাও পাওলোতে ৩৪০ জন, আমাজোনাসে ২৩৯ জন ও বাহিয়াতে ২৩২ জন।
বিজ্ঞাপন
২০০৯ সালে নেইমারের সান্তোস ক্লাবে অভিষেকের সময় তার নামে নামধারী লোক ছিল মাত্র একশরও কম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাঠে তার ঝলক যত বেড়েছে, ততই বেড়েছে ‘নেইমার’ নামের জনপ্রিয়তা।
তবে মজার বিষয় হলো, ব্রাজিলে সবচেয়ে জনপ্রিয় ফুটবলার-নামধারী ব্যক্তি নেই নেইমার। সংখ্যার দিক থেকে তাকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে।
বিজ্ঞাপন
ব্রাজিলের সরকারি পরিসংখ্যান সংস্থা আইবিজিই-এর তথ্যমতে, দেশটিতে ২৫ হাজার ৯৪২ জনের নাম ‘রিকেলমে’! নব্বইয়ের দশকের শুরুতে যেখানে ছিল মাত্র ২২৮ জন। তার ক্যারিয়ারের সোনালি সময়ে—২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে—এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজারের বেশি।
ব্রাজিলের ফুটবলপ্রেম নতুন কিছু নয়। তবে এখন দেখা যাচ্ছে, তারা শুধু খেলা ভালোবাসেই না, সন্তানদের নামও রাখছেন প্রিয় তারকাদের নামে। প্রশ্ন হচ্ছে—এ কি ফুটবলপ্রীতি, না নামের সংকট?








