১২ রানের লক্ষ্য তাড়ায় ৮ রানেই শেষ ৫ উইকেট

ক্রিকেটে ছোট লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে বিপর্যয় দেখাটা বিরল নয়। তবে ভারতের জনপ্রিয় ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফি ২০২৫-২৬ মৌসুমে এমন এক অবিশ্বাস্য দৃশ্য দেখা গেছে।
বিজ্ঞাপন
প্লেট গ্রুপের একটি ম্যাচে মিজোরাম মাত্র ১২ রানের লক্ষ্য দেয়, কিন্তু তা তাড়া করতে গিয়ে মণিপুর ৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে। পরে অবশ্য তারা আর কোনো উইকেট হারাতে হয়নি এবং জয় নিশ্চিত করে।
মণিপুরের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে অনুষ্ঠিত লাল বলের ম্যাচে প্রথমে ব্যাট করে মিজোরাম, এবং তাদের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৪৩ রানে। মণিপুরের প্রথম ইনিংসে সংগ্রহ ৪০০ রানের, যা তাদেরকে ২৫৭ রানের লিড এনে দেয়। দ্বিতীয় ইনিংসে মিজোরামের ব্যাটিং কিছুটা উন্নত হয়, কিন্তু তাতেও চ্যালেঞ্জিং লক্ষ্য দেয়ার মতো হয়নি—মজোরাম দ্বিতীয় ইনিংসে তোলে ২৬৮ রান।
বিজ্ঞাপন
এর ফলে মণিপুরের জন্য দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রানের লক্ষ্য তাড়া করা কাজটি মোটামুটি সহজ ছিল। কিন্তু এই ছোট লক্ষ্যেও দলের ব্যাটারদের পরীক্ষা বড় হয়ে দাঁড়ায়। শুরুতে ওপেনার উলেনিয়াই খোয়েরাকপাম ডাক নিয়ে আউট হন, আরেক ওপেনার কারনাজিত ইয়ামনাম ৬ রানে আউট হন। মাত্র দু’টি রান যোগ হতেই আরও তিন ব্যাটার আউট হয়ে যায়। ফলাফল: ৮ রানে ৫ উইকেটের পতন। ছোট লক্ষ্য তাড়ায় এমন বিপর্যয় বিরল।
তবে পরবর্তী সময় মণিপুর সংযম দেখিয়ে ম্যাচটি ৫ উইকেটে জিতেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে এত ছোট লক্ষ্য দিয়েও জেতার ঘটনা খুবই কম। ইতিহাসে সর্বনিম্ন লক্ষ্য দিয়ে জয় পেয়েছিল ১৭৯৪ সালে ওল্ডফিল্ড, যা ৪১ রানের লক্ষ্য তাড়া করে অর্জিত। এছাড়া, ২০১২-১৩ সালে জিম্বাবুয়ে লোগান কাপে ৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাউন্টেইনিয়ারস মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল।
বিজ্ঞাপন
অল্পের জন্যই হলেও মণিপুর এমন একটি লজ্জার রেকর্ড থেকে বেঁচে গেছে, যা প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন ইনিংসের মধ্যে একটি হিসেবে উল্লেখযোগ্য।








