মুরাদ-তাইজুলের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। চতুর্থ দিনে তাইজুল ইসলাম ও মুরাদ জামানের স্পিন ঘূর্ণিতে ২৫৪ রানে গুটিয়ে যায় আইরিশরা
বিজ্ঞাপন
টেস্টে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জয় (ইনিংস ও রানের হিসাবে) এবং চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানে বিজয়।
প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে মাহমুদুল হাসান জয়ের ১৭১, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০০ এবং সাদমান ইসলাম (৬৭), মুমিনুল হক (৫৫), লিটন দাসের (৫৮) হাফসেঞ্চুরিতে ৫৮৭ রানের পাহাড় গড়ে টাইগাররা। লিড নেয় ৩০১ রানের।
বিজ্ঞাপন
দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের শুরুটা খারাপ হয়। তৃতীয় দিন শেষে ৮৫ রানে ৫ উইকেট হারায় তারা। চতুর্থ দিনে লড়াই করলেও তাইজুল-মুরাদের সামনে টিকতে পারেনি। মধ্যাহ্ন বিরতির সময় ১৯৮ রানে ৭ উইকেট হারানোর পর বিরতি থেকে ফিরে আগ্রাসী হলেও শেষ পর্যন্ত ২৫৪ রানে অলআউট হয় আইরিশরা।
দুই বছর আগে মিরপুরে প্রথম দেখায় ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এবার সিলেটে আরও বড় জয়ে টেস্টে আধিপত্য দেখাল টাইগাররা।








