আইরিশদেরকে রান বন্যায় ভাসিয়ে ইনিংস ঘোষণা টাইগারদের

সিলেটে অনুষ্ঠিত টেস্টে ব্যাট হাতে প্রথম দিন থেকে দাপট দেখিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটাররা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। এর ফলে টাইগাররা আইরিশদের ২৮৬ রানের স্কোরের বিরুদ্ধে ৩০১ রানের লিড নিয়েছে।
বিজ্ঞাপন
তৃতীয় দিনে মাঠে নেমে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় (১৬৯)* ও মুমিনুল হক (৮০)* ব্যাট করতে থাকেন। জয় ২ রান যোগ করেই ২৮৬ বলে ১৭১ রান করে সাজঘরে ফেরেন। এর পর মুমিনুল ১৩২ বলে ৮২ রান করে আউট হন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চায়ের দেশে তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন দ্বিতীয় দিনে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় (১৬৯*) ও মুমিনুল হক (৮০*)। এদিন ২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন জয়। ২৮৬ বলে ১৭১ রান করেছেন তিনি।
বিজ্ঞাপন
এরপর দলের হাল ধরেন নামজুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। মুশফিক ৫২ বলে ২৩ রান করে ফিরে যান, তবে শান্ত অপর প্রান্তে থিতু হয়ে ফিফটি পূর্ণ করেন। তাকে সঙ্গ দেন লিটন কুমার দাস, এবং প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৪৬০ রানে পৌঁছে যায় টাইগাররা।
দ্বিতীয় সেশনে মাঠে নেমে ৫৩ বলে ফিফটি তুলে নেন লিটন। কিন্তু পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৬৬ বলে ৬০ রান করে ফেরেন এই ক্রিকেটার। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে ছুটতে থাকেন শান্ত। ১১২ বলে টেস্টে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন তিনি।
আরও পড়ুন: ৯ বলের ব্যবধানে ফিরলেন জয়-মুমিনুল
বিজ্ঞাপন
তবে ১ বল পরেই সাজঘরে ফিরতে হয়েছে শান্তকে। ৩৩ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় সেশনের শেষ দিকে হাসান মাহমুদ আউট হলে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দল।








