শততম টেস্টে মুশফিককে বিশেষ সম্মাননা দেবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো শততম টেস্ট খেলার মাইলফলকে পৌঁছাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড আগেই তার দখলে। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জেতা ম্যাচটি ছিল এই উইকেটকিপার ব্যাটারের ৯৯তম টেস্ট।
বিজ্ঞাপন
আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন শততম টেস্টের স্বপ্নস্পর্শী সংখ্যা।
মুশফিকের ব্যক্তিগত এ অর্জনকে স্মরণীয় করে রাখতে বিসিবি আয়োজন করতে যাচ্ছে বিশেষ সম্মাননা। ওইদিন মাঠে উপস্থিত থাকবেন তার পরিবার, পাশাপাশি ‘মিস্টার ডিফেন্ডেবলের’ হাতে তুলে দেওয়া হবে স্মারক ক্রেস্ট ও সতীর্থদের স্বাক্ষরিত ব্যাট। পুরো শের-ই বাংলা স্টেডিয়ামজুড়ে থাকবে মুশফিককে ঘিরে উদযাপনের আমেজ।
বিজ্ঞাপন
এমন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ক্রিকেটপাড়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন— শততম টেস্ট খেলেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিক? তবে দলীয় সূত্র জানাচ্ছে, আপাতত সে ভাবনা নেই অভিজ্ঞ এই ক্রিকেটারের। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিক চলতি বছর ওয়ানডে ক্রিকেটও ছেড়েছেন। এখন তার মনোযোগ কেবল লাল বলের ক্রিকেটেই।
সিলেট টেস্ট জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এটা অনেক বড় অর্জন, আমরা চাই পুরো পাঁচ দিনটাই তার জন্য বিশেষ হোক। এমন সম্মান দেশে আগে কেউ পায়নি, তাই আমরা যথাযোগ্য মর্যাদায় সেটি উদযাপন করব।’
বিজ্ঞাপন
শান্ত আরও জানান, শুধু শততম টেস্টেই নয়, এর পরও মুশফিককে টেস্ট দলে প্রয়োজন বাংলাদেশের। ‘আমি চাই মুশফিক ভাই ১০০ টেস্টের পরও যেন খেলা চালিয়ে যান। তার মতো অভিজ্ঞ একজন খেলোয়াড় আমাদের দলে থাকা খুবই জরুরি।’
সারসংক্ষেপে, ১৯ নভেম্বর মিরপুরে শুধু একটি টেস্ট নয়— বাংলাদেশের টেস্ট ইতিহাসের এক গৌরবময় অধ্যায় সাক্ষী করে রাখবে মুশফিকুর রহিম ও তার অবদান।








