নারী দল নির্বাচনে অনিয়মের প্রমাণ মেলেনি: বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেটকে ঘিরে গত কয়েকদিন ধরে যে বিতর্ক চলছে, তার কেন্দ্রে ছিল অনূর্ধ্ব–১৯ নারী দলের নির্বাচন। তবে অভিযোগ পর্যালোচনা করে এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে সব কাগজপত্র খতিয়ে দেখা হয়েছে। পর্যালোচনায় অনূর্ধ্ব–১৯ দল গঠনে অনিয়মের কোনো প্রমাণ মেলেনি।
গত ১৭ সেপ্টেম্বর এনএসসি অভিযোগ তদন্তে বিসিবিকে চিঠি পাঠিয়েছিল। কিন্তু সেই সময়ে বোর্ড নির্বাচন-সংক্রান্ত ব্যস্ততা থাকায় তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হয়। ৬ অক্টোবর আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অভিযোগটি পুনরায় খতিয়ে দেখে বিসিবি।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও জানানো হয়, রিয়া আক্তার শিখার পক্ষ থেকে এনএসসিতে জমা দেওয়া অভিযোগের বিষয়গুলোও এখন পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটির বিবেচনায় রয়েছে। সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাম্প্রতিক সাক্ষাৎকারে তোলা অভিযোগগুলোও সেই কমিটির সামনে উপস্থাপিত হবে।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা
বিসিবি বলছে, সব নথি পর্যালোচনায় নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে আলোচনায় থাকা অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।








