২০০ রান করলেও বাবা খুশি হবেন না: বৈভব সূর্যবংশী

আইপিএলে আলোড়ন তোলা কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী আবারও নিজের প্রতিভার ঝলক দেখালেন। রাজস্থান রয়্যালসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর টি–টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে শিরোনাম কুড়ান তিনি। সেই ধারাবাহিকতা এবার ভারতীয় জার্সিতেও ধরে রেখেছেন এই ব্যাটিং বিস্ময়।
বিজ্ঞাপন
রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত ‘এ’ দলের হয়ে আরব আমিরাতের বিপক্ষে শুক্রবার ৪২ বলে ঝড়ো ১৪৪ রান করেন মাত্র ১৪ বছর বয়সী বৈভব। ইনিংসটি তাকে ভারতীয় ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ানের তালিকায় তুলেছে।
তবে এমন অবিশ্বাস্য ইনিংসের পরও ম্যাচ শেষে বৈভবের কণ্ঠে শোনা গেল মজার এক আক্ষেপ। ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাচ শেষে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে বৈভবকে বাবার সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায়। প্রশংসার পাশাপাশি বাবা অভিযোগ তোলেন— যে বলে ছেলেটি আউট হয়েছে, সেটি আসলে ছক্কা মারার মতোই ছিল!
বিজ্ঞাপন
বৈভবের বাবার মন্তব্য “তুমি যদি ওই শটটা কভারের ওপর দিয়ে আরেকটু উঁচুতে মারতে, তাহলে ছয় হতো।”
হাসতে হাসতে জবাব দেন বৈভব, “শটটা ঠিক মতো খেলতে পারিনি, বলটা একটু ধীরে এসেছিল।”
বিজ্ঞাপন
বৈভবের মতে, বাবাকে খুশি করা বেশ কঠিন, “বাবা কোনোদিনই সন্তুষ্ট হবে না। আমি যদি ২০০-ও করতাম, তখনও বলতো আরও রান করা যেত। তবে মা সবসময় খুশি হয়— আমি শূন্য করি বা শতরান করি, মা আনন্দই পায়।”
৩২ বলে সেঞ্চুরি করা এই কিশোর ব্যাটার আরও বলেন, “যে কোনো টুর্নামেন্টের শুরুতে রান করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। প্রতিপক্ষ কে— সেটা ভাবি না। নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি, আজ সেটা করতে পেরেছি।”








