Logo

মুশফিকের প্রশংসায় ভাসালেন দুইবারের বিশ্বকাপজয়ী রিকি পন্টিং

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১৭:৫৩
15Shares
মুশফিকের প্রশংসায় ভাসালেন দুইবারের বিশ্বকাপজয়ী রিকি পন্টিং
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) ঘটা আয়োজনের মধ্যে দিয়ে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করা হয়। মুশফিকের শততম টেস্টের আগেই সতীর্থ ও আন্তর্জাতিক তারকারা তাকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভাসিয়েছেন।

বিজ্ঞাপন

মুশফিককে স্মরণীয় দিনটিতে বিশেষভাবে সম্মান জানাতে তার হাতে ‘১০০’ খোদাই করা টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন। প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা তাকে জার্সি ও অটোগ্রাফ উপহার দিয়েছেন। বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নম্বর-১ আকরাম খানও ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে টেস্ট ক্যাপ ক্রেস্ট হিসেবে মুশফিকের হাতে তুলে দেন। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং নাজমূল আবেদীনও তাকে ক্রেস্ট প্রদান করেন।

বিশ্ব ক্রিকেটের দুইবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং মুশফিককে হাই কোয়ালিটি ক্রিকেটার হিসেবে অভিহিত করে প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন

পডকাস্টে পন্টিং বলেন, এটা সত্যিই অবিশ্বাস্য অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলা একটি বিরল মুহূর্ত। আমি সবসময় হাই কোয়ালিটি ক্রিকেটারদের বিচার করি তাদের দীর্ঘ সময় ধরে উচ্চমানের পারফরম্যান্সের ভিত্তিতে, এবং মুশফিক এই মানদণ্ডে পুরোপুরি দাঁড়িয়েছেন।

পন্টিং আরও বলেন, ৮০–৯০ ম্যাচ খেলার পর একজন খেলোয়াড় তার খেলার কৌশল আরও নিখুঁত করে। মুশফিকের জন্য এটি মোটেও সহজ ছিল না, বিশেষ করে তার ক্যারিয়ারের শেষ দিকে। এ অর্জন সত্যিই অসাধারণ। আমি তাকে শততম টেস্টের জন্য শুভকামনা জানাই। আশা করি, সে তার ক্যারিয়ারের অন্যতম সেরা টেস্ট ম্যাচ খেলবে।

বিজ্ঞাপন

মুশফিকের শততম টেস্ট উপলক্ষে সতীর্থ সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদসহ দলের অন্যান্য খেলোয়াড়ও তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার অবদানকে সম্মান জানিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এই মুহূর্তকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো উল্লেখযোগ্য হিসেবে মনে করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD