Logo

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, সুযোগ পাচ্ছেন সাইফউদ্দিন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৫
7Shares
আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, সুযোগ পাচ্ছেন সাইফউদ্দিন
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে রবিবার (২৩ নভেম্বর)। এরপরই দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে, যা শুরু হবে ২৭ নভেম্বর। ফলে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের জন্য বিশ্রামের সুযোগ খুব কম। এরই মধ্যে নিশ্চিত হয়েছে—ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত থাকায় আসন্ন টি–টোয়েন্টি সিরিজে থাকছেন না তারকা পেসার তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

বর্তমানে আবুধাবি টি–টেনে খেলছেন তাসকিন। এরপর ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আইএল টি–টোয়েন্টিতেও তার অংশগ্রহণ নিশ্চিত। এমন ব্যস্ত সূচির কারণেই তাসকিনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে ঝুঁকছে বিসিবি। ফলে আইরিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে তার না থাকা প্রায় নিশ্চিত।

তাসকিনের শূন্যতা পূরণে দলে ডাক পেতে যাচ্ছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ইনজুরিতে ভুগে সুস্থ হয়ে ওঠায় আবারও জাতীয় দলে ফিরতে প্রস্তুত ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে, মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। শেষ পর্যন্ত তিনি বাইরে থাকলে স্কোয়াডে সুযোগ পেতে পারেন তরুণ পেসার হাসান মাহমুদ।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে ইনজুরিতে পড়া শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান ইতোমধ্যেই ফিট হয়ে উঠেছেন। তাই আয়ারল্যান্ড সিরিজে তাদের ফিরে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলাদেশ–আয়ারল্যান্ড টি–টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর। তিনটি ম্যাচই সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD