Logo

শাকিব খানের ঢাকার নতুন চমক কিংবদন্তী শোয়েব আখতার

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ নভেম্বর, ২০২৫, ১৫:০৫
10Shares
শাকিব খানের ঢাকার নতুন চমক কিংবদন্তী শোয়েব আখতার
ছবি: সংগৃহীত

আসন্ন বিপিএল আসর-এ ঢাকার ফ্র্যাঞ্চাইজির দলে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাকিস্তানের কিংবদন্তী শোয়েব আখতারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। নিজেদের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি।

বিজ্ঞাপন

সর্বশেষ আসরে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমল, এবার দলে নেওয়া হয়েছে নতুন চমক। খেলা ছাড়ার পর মিডিয়ায় সক্রিয় থাকা ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার খেলাধুলার বিশ্লেষণ, বিভিন্ন অনুষ্ঠানে মন্তব্য ও নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাকিস্তান ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কনটেন্ট প্রকাশের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে নিয়মিত সংযোগ রেখেছেন।

এদিকে, নিলামের আগেই তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের মত তারকা ক্রিকেটারদের দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।

বিজ্ঞাপন

সর্বশেষ বিপিএলের যে দুটি দল এবার টিকে গেছে, তার একটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গেল আসরে প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়ে মাঠের বাইরে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল। যদিও মাঠের পারফরম্যান্সে তেমন ছাপ দেখা যায়নি। তবে এবার তাসকিন-সাইফদের মতো তারকাকে দলে ভিড়িয়ে চমক দিলো তারা।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। তার আগে চলতি মাসের ৩০ তারিখ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD