Logo

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে টাইগাররা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ১১:৫৬
16Shares
১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে  টাইগাররা
ছবি: সংগৃহীত

শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। এবার তার পথেই হাঁটলেন আরেক অভিজ্ঞ তারকা লিটন দাস। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তিনি। দুজনের জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৫ উইকেটে তুলেছে ৩৯৬ রান, ছুটছে ৪০০-রাণের পথে।

বিজ্ঞাপন

চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই পুরো নজরটা ছিল মুশফিকের দিকে। তবে নিজেকে আড়াল হতে দিলেন না লিটন। অন্যান্য ফরম্যাটের চেয়ে টেস্টে তিনি সবসময়ই ধারাবাহিক। গতকাল লিটন প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। আজ (বৃহস্পতিবার) সেঞ্চুরি করে নিজের মাইলফলক ম্যাচটা রাঙালেন পূর্বসূরীর মতো।

বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগার পাননি লিটন। সেই খরা কাটালেন ১৪ মাস পর। টেস্টের পঞ্চম সেঞ্চুরি পাওয়ার পথে ১৬০ বলের ইনিংসে তিনি ৭টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিবেন লেখা পর্যন্ত লিটনের সঙ্গে ক্রিজে ৩৪ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। লিটন অপরাজিত আছেন ১০৫ রানে। এর আগে মুশফিকের সঙ্গে তিনি ১০৮ রানের জুটি গড়েন। মুশফিক বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ১৩তম সেঞ্চুরি করে ১০৬ রানে ফেরেন ম্যাথু হাম্প্রিসের বলে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD