Logo

মিরপুরে সাড়ে তিনশ’কে ভালো রান বলছেন মুমিনুল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ২০:৫১
10Shares
মিরপুরে সাড়ে তিনশ’কে ভালো রান বলছেন মুমিনুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল ঢাকা টেস্টের প্রথম দিন ব্যাট হাতে ভালো একটি দিন পার করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান করেছে নাজমুল হোসেন শান্তর দল। মুশফিকুর রহিম ৯৯ রানে দিন শেষ করেছেন। ফিফটির পথে আছেন লিটন দাস।

বিজ্ঞাপন

তিনে ব্যাটিং করে ফিফটি পাওয়া মুমিনুল হক মনে করেন, টেস্টের প্রথম দিন হিসেবে ভালো রান করেছে বাংলাদেশ। মিরপুরের উইকেট-কন্ডিশন বিবেচনা করে সাড়ে তিনশ’ রান ভালো বলে মনে করছেন অভিঙ্গ এই ব্যাটার। তবে বাংলাদেশ যে অবস্থায় আছে সাড়ে চারশ’র ওপরে রান হবে বলে মনে করেন তিনি।

মুমিনুল বলেন, ‘এই কন্ডিশনে প্রথম ইনিংসে সাড়ে তিনশ’ করলে তা চারশ’ রানের সমান। চারশ’ হলে সেটা খুব ভালো রান। খারাপ পরিস্থিতিতে পড়লে সাড়ে তিনশ’ বেটার। আমরা যে অবস্থায় আছি, আরও বেশি রান হবে।’

বিজ্ঞাপন

উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা দিয়ে এই ক্রিকেটার জানান, দ্বিতীয় দিনের শুরুতে উইকেট এক রকম থাকবে। শুরুতে ব্যাটারদের জন্য কিছুটা সুবিধা হবে। উইকেটে রোদ পড়া শুরু করলে বল ঘুরবে। স্পিনাররা টার্ন পেলে পৌনে চারশ’ও ভালো রান। বল সকালে না টার্ন করলে সাড়ে চারশ’ ভালো রান।

বাংলাদেশ প্রথম দিন প্রথম ইনিংসে মাত্র ১৭টি বাউন্ডারি মেরেছে। মুমিনুল জানান, আউটফিল্ড বেশ ধীর ছিল। সঙ্গে আইরিশরা রক্ষণাত্মক খেলেছে। সীমানায় ফিল্ডার রেখেছিল। তারাও বিষয়টি মাথায় রেখে বাউন্ডারির চেয়ে ডাবল-সিঙ্গেলে বেশি মনোযোগী ছিলেন। যে কারণে প্রথমদিনের হিসেবে বাংলাদেশ ভালো রান করেছে বলে মনে করেন তিনি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD