আবার পেছাল বিপিএলের নিলাম

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা বিপিএলের ১২তম আসরের। ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি—টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথাই জানিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিজ্ঞাপন
প্রথমে নিলাম হওয়ার কথা ছিল ১৭ নভেম্বর। পরে তা পিছিয়ে ২১ নভেম্বর করা হয়। এরপর নতুন তারিখ ঠিক হয় ২৩ নভেম্বর (রবিবার)। কিন্তু সর্বশেষ জানা গেল, ওই দিনও নিলাম অনুষ্ঠিত হচ্ছে না। বিসিবির শীর্ষ এক পরিচালক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৩ নভেম্বর নিলাম হচ্ছে না—এটাই চূড়ান্ত। নতুন তারিখ কবে নির্ধারণ হবে তা নিয়ে চলেছে আলোচনা। এ বিষয়ে আজ সারাদিনই বোর্ড পরিচালকরা দফায় দফায় বৈঠক করছেন।
বিজ্ঞাপন
মূল সমস্যা তৈরি হয়েছে দলগুলোর ব্যাংক গ্যারান্টি জমা দেওয়া নিয়ে। জানা গেছে, দুটি দল এখনো গ্যারান্টি দেখাতে পারেনি। এই জটিলতার কারণেই নিলাম আবারও পিছিয়ে গেল।
আরও পড়ুন: মাঠে নামছেন সাকিব, খেলা দেখবেন যেভাবে
এবার বিপিএলে ড্রাফটের বদলে পুরোনো নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাই হবে। দীর্ঘ সময় পর এই পদ্ধতিতে ফেরা হচ্ছে বলে বিদেশ থেকে দক্ষ নিলাম–পরিচালক ও সংশ্লিষ্ট পেশাজীবী আনার চেষ্টা করছে বিসিবি।








