Logo

আবার পেছাল বিপিএলের নিলাম

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ২০:২০
7Shares
আবার পেছাল বিপিএলের নিলাম
ছবি: সংগৃহীত

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা বিপিএলের ১২তম আসরের। ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি—টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথাই জানিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিজ্ঞাপন

প্রথমে নিলাম হওয়ার কথা ছিল ১৭ নভেম্বর। পরে তা পিছিয়ে ২১ নভেম্বর করা হয়। এরপর নতুন তারিখ ঠিক হয় ২৩ নভেম্বর (রবিবার)। কিন্তু সর্বশেষ জানা গেল, ওই দিনও নিলাম অনুষ্ঠিত হচ্ছে না। বিসিবির শীর্ষ এক পরিচালক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৩ নভেম্বর নিলাম হচ্ছে না—এটাই চূড়ান্ত। নতুন তারিখ কবে নির্ধারণ হবে তা নিয়ে চলেছে আলোচনা। এ বিষয়ে আজ সারাদিনই বোর্ড পরিচালকরা দফায় দফায় বৈঠক করছেন।

বিজ্ঞাপন

মূল সমস্যা তৈরি হয়েছে দলগুলোর ব্যাংক গ্যারান্টি জমা দেওয়া নিয়ে। জানা গেছে, দুটি দল এখনো গ্যারান্টি দেখাতে পারেনি। এই জটিলতার কারণেই নিলাম আবারও পিছিয়ে গেল।

এবার বিপিএলে ড্রাফটের বদলে পুরোনো নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাই হবে। দীর্ঘ সময় পর এই পদ্ধতিতে ফেরা হচ্ছে বলে বিদেশ থেকে দক্ষ নিলাম–পরিচালক ও সংশ্লিষ্ট পেশাজীবী আনার চেষ্টা করছে বিসিবি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD