মুশফিকের শততম টেস্ট নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলতে বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। তার বিশেষ এই ম্যাচ মাঠে বসেই উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বিজ্ঞাপন
দিনের খেলা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুশফিককে অভিনন্দন জানিয়ে আসিফ বলেন, “আশা করি মুশফিক ভাইকে অনুসরণ করে আমাদের আরও অনেক খেলোয়াড় একসময় শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন।”
শৈশব থেকে মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ভরসার প্রতীক—এ কথাও স্মরণ করেন তিনি। “মুশফিক ভাইয়ের সঙ্গে আমাদের চাইল্ডহুড জড়িত। আমাদের বয়সী যারা ক্রিকেট দেখে বড় হয়েছি, তারা জানি—বাংলাদেশের অবস্থা খারাপ থাকলেও মুশফিক ভাই যখন ব্যাট হাতে নামতেন, তখন মনে হতো এখন একটু স্বস্তি মিলবে, দল কিছুটা স্থিরতা পাবে,” বলেন ক্রীড়া উপদেষ্টা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মাঠে নামছেন সাকিব, খেলা দেখবেন যেভাবে
অপরাজিত ৯৯ রানে দিন শেষ করেছেন মুশফিক। তার এই অবস্থানকে ‘সাসপেন্স’ আখ্যা দিয়ে আসিফ মাহমুদ বলেন, “সাসপেন্স থাকা অবশ্যই ভালো। আশা করি আগামীকাল সেঞ্চুরিটা হয়ে যাবে। শততম টেস্টে সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা মুশফিক ভাইয়ের মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি আছে। আশা করি তিনি এই ম্যাচেই থেমে থাকবেন না।”








