Logo

সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ নভেম্বর, ২০২৫, ১২:৩৮
18Shares
সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ ‘এ’ দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে বড় জয় নিশ্চিত করে আগেই সেরা চারে এক পা রেখে দিয়েছিল আকবর আলির দল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৬ রানের হারে কিছুটা হতাশা নিয়ে মাঠ ছাড়ে লাল–সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

বুধবার দোহা ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৫৯ রান। জবাবে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ওভারে ৬ উইকেটে করতে পারে ১৫৩ রান। ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাটে।

তিন দল—বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—গ্রুপ পর্ব শেষে সমান ২ জয় থেকে ৪ পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটে এগিয়ে থেকে এ গ্রুপে শীর্ষে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে, আর নেট রানরেটে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আফগানিস্তান ‘এ’ দল।

বিজ্ঞাপন

অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’ দল। অপরাজিত পাকিস্তান গ্রুপসেরা হয়েছে। আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) প্রথম সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। একইদিন দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা লড়বে পাকিস্তানের বিপক্ষে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD