Logo

প্রথমবারের মতো সারা দেশে সাড়ে পাঁচ শ স্কুল খেলবে: আসিফ আকবর

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ২২:৪৩
8Shares
প্রথমবারের মতো সারা দেশে সাড়ে পাঁচ শ স্কুল খেলবে: আসিফ আকবর
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সারা বাংলাদেশে এবার সাড়ে পাঁচ শ স্কুল খেলবে বলে জানিয়েছেন, বিসিবি পরিচালক ও এইজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। সেখানে সব খেলোয়াড়ের ডাটাবেজ থাকবে। আপনাদের সমস্যাগুলো আমাকে যত দ্রুত জানাতে পারবেন, তত দ্রুত সমাধান হবে। এখানে লালফিতার দৌরাত্ম্য নেই বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এইজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইনে ক্রিকেট সংস্থা ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আসিফ আকবার।

তিনি বলেন, জেলা ক্রীড়া সংস্থা থেকে ফুটবল যেমন পৃথক হয়ে গেছে, তেমনি ক্রিকেটকেও পৃথক করা হবে। জেলা ক্রীড়া সংস্থার চাপ কমানোর জন্য জেলা ক্রিকেট সংস্থা করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের দেশের ৮৩ লাখ সন্তান মাদকাসক্ত।

দেড় কোটি প্রবাসী দেশে নেই। তাদের পরিবারও দুর্বিষহ অবস্থায় আছে। অসুস্থসহ নানা কারণে দেশে মোট ৫ কোটি মানুষ কোনো অবদান রাখতে পারছেন না। তাই তরুণ প্রজন্মকে মাঠে আনার অনুরোধ জানান তিনি।

আসিফ আকবর বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমরা সম্প্রতি ক্রিকেটে মাদরাসা শিক্ষার্থীদের অ্যাড করেছি। পাকিস্তান, আফগানিস্তান ও ইন্ডিয়ায় কিন্তু মাদরাসা থেকেই ন্যাশনাল টিমে অনেকে খেলে।

বিজ্ঞাপন

তিনি বলেন, যেসব মেয়েরা ক্রিকেট খেলতে চাইবে, তাদের জন্য যেকোনো ফ্যাসিলিটি ব্ল্যাংক চেক। ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটের উন্নয়নে আমরা সব ধরনের সহায়তা দেব। বছরে ৮ মাসের ক্রিকেট ক্যালেন্ডার তৈরি করতে হবে।

আমাদের বাচ্চারা ১৫ থেকে ২০টি ম্যাচ যদি না খেলতে পারে, তাহলে এদেশে কোনোদিন ক্রিকেট মাথা তুলে দাঁড়াতে পারবে না।

বিজ্ঞাপন

বিসিবির পরিচালক বলেন, আমি মূলত মিউজিকের লোক না, ক্রিকেটের লোক। আমি অনূর্ধ্ব ১৪ থেকে আসছি। অনূর্ধ্ব ১৮ পর্যন্ত খেলেছি। ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব। তবে জেলা ক্রীড়া সংস্থাকে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে, যেন এসবের সঠিক ব্যবহার করা হয়।

এ সময় অন্যদের মধ্যে বিসিবির পরিচালক হাসানুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন ক্রিকেট একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী, কোচ, আম্পায়ার ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD