গৌতম গম্ভীর থাকছেন কি না, বিসিসিআই জানিয়ে দিল সিদ্ধান্ত

ঘরের মাঠে টানা দ্বিতীয়বার টেস্ট সিরিজে ক্লিন সুইপ হওয়ার পর ভারতীয় ক্রিকেটে সমালোচনার ঝড় বইছে। নিউজিল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও লজ্জাজনকভাবে সিরিজ হেরেছে রোহিত শর্মার দল। ২৫ বছর পর ভারতের মাটিতে প্রোটিয়াদের সিরিজ জয় সমর্থকদের হতাশ করেছে সবচেয়ে বেশি।
বিজ্ঞাপন
কলকাতায় অপ্রত্যাশিত হারের পর থেকেই প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ক্ষোভ বাড়ছিল, আর গুয়াহাটি টেস্টে ৪০৮ রানের হার সেই দাবি আরও তীব্র করেছে।
তবে এত সমালোচনার মাঝেও গম্ভীরকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বরং তাকে আরও কিছুটা সময় দিতে চাইছে বোর্ড, যদিও ভবিষ্যতে কঠোর মূল্যায়ন করা হবে বলেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে তারা।
বিজ্ঞাপন
বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, ‘এখনই গম্ভীরকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে না। তিনি একটি নতুন দল গড়ে তুলছেন। তার চুক্তিও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে গম্ভীর ও নির্বাচকদের সঙ্গে বৈঠক হবে, যেখানে দলের বর্তমান রূপান্তর পর্ব নিয়ে তার পরিকল্পনা জানতে চাওয়া হবে।’
আরেক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, ‘হঠাৎ করে সিদ্ধান্ত বদলের পক্ষপাতী নয় বিসিসিআই। দল রূপান্তরের পর্যায়ে রয়েছে, সামনে বিশ্বকাপ। তাই এখনই কোচ বদলের প্রয়োজন নেই।’
বিজ্ঞাপন
গম্ভীরের অধীনে এখন পর্যন্ত ১৮ টেস্ট খেলেছে ভারত, যেখানে হার ১০টি। গুয়াহাটির বিশাল ব্যবধানে পরাজয়ের পর সংবাদমাধ্যমে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্ন পেয়ে গম্ভীর বলেছেন, ‘এটা সম্পূর্ণই বোর্ডের সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেটই গুরুত্বপূর্ণ—ব্যক্তি নয়। দল শিখছে, আর দায়িত্ব প্রথমে আমার।’








