Logo

ভাইরাল চ্যাটের সত্যতা জানালেন মেরি ডি’কস্টা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৪:৪৬
5Shares
ভাইরাল চ্যাটের সত্যতা জানালেন মেরি ডি’কস্টা
ছবি: সংগৃহীত

ভারতের নারী ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার বিয়ে পলাশ মুচ্ছলের সঙ্গে স্থগিত হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, স্মৃতির বাবার হঠাৎ অসুস্থতার কারণে অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিয়ের দিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কিছু স্ক্রিনশট, যেখানে পলাশ ও অন্য এক নারী মেরি ডি’কস্টার কথোপকথন দেখানো হয়েছে। এই চ্যাটে কিছু ফ্লার্টিং বার্তা থাকায় নেটদুনিয়ায় জল্পনা ছড়ায়।

মেরি স্পষ্ট করে জানিয়েছেন, পলাশের সঙ্গে তিনি কখনো দেখা করেননি। তবে চ্যাট স্ক্রিনশট সত্য। তিনি বলেন, তিনি স্মৃতির ভক্ত এবং ভুল বোঝাবুঝির কারণে সোশ্যাল মিডিয়া প্রাইভেট করেছেন।

বিজ্ঞাপন

স্মৃতির বিয়ের দিন হৃদরোগে আক্রান্ত হন তার বাবা, এছাড়া পলাশও হাসপাতালে ভর্তি হন। বর্তমানে স্মৃতির বাবা সুস্থভাবে বাড়ি ফিরেছেন। পরিবার এখনও বিয়ে সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি।

নেটিজেনরা এখনো উভয়ের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে জল্পনা করছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD