চোট উপেক্ষা করে অনুশীলনে নেইমার, উদ্বেগ বাড়াচ্ছে সান্তোস

বাঁ পায়ের মেনিস্কাসে নতুন চোট নিয়ে আবারও আলোচনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। হাঁটুর এই সমস্যার কারণে বেশ কিছুদিন ধরেই ব্যথা ও অস্বস্তিতে রয়েছেন তিনি। সান্তোসের মেডিক্যাল টিম পরামর্শ দিয়েছে আপাতত অনুশীলন বন্ধ রেখে প্রয়োজন হলে দ্রুত সার্জারির মাধ্যমে সমস্যা সমাধান করতে। কিন্তু চিকিৎসকদের সেই সতর্কবার্তা উপেক্ষা করেই বৃহস্পতিবার দলীয় অনুশীলনে হাজির হন নেইমার।
বিজ্ঞাপন
ব্রাজিলিয়ান দৈনিক গ্লোবো জানিয়েছে, ক্লাব চিকিৎসক, পরিচালনা পর্ষদ এবং ব্যক্তিগত স্টাফ—সবার কাছ থেকেই মাঠে না নামার নির্দেশনা পেয়েছেন এই ফরোয়ার্ড। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে অ্যান্থ্রোস্কপি করানো ছাড়া বিকল্প নেই। সে পথে গেলে ২০২৫ সালের বাকি সময়টা মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে।
এদিকে রেলিগেশনের প্রান্তে দাঁড়িয়ে থাকা সান্তোসের সামনে আছে আর তিনটি ম্যাচ। কঠিন এই লড়াইয়ে দলকে বাঁচাতে মরিয়া নেইমার। শুক্রবার স্পোর্ট রেসিফের বিপক্ষে ম্যাচে খেলতে হতে পারে বলেই ধারণা দিচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম। সেই লক্ষ্যেই তিনি হাঁটুতে সাপোর্ট ব্যান্ড পরে সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেন—যা সপ্তাহের প্রথম অনুশীলন ছিল তার।
বিজ্ঞাপন
সান্তোস সভাপতি মার্সেলো টেক্সেইরা জানিয়েছেন, নেইমারের হাঁটুর অবস্থা জানার জন্য একাধিক পরীক্ষা চালানো হচ্ছে। নিয়মিত পর্যবেক্ষণ ছাড়া তার চোটের গভীরতা বোঝা সম্ভব নয়। তাই সতর্ক থাকা জরুরি। তবে অনুশীলন শেষে গণমাধ্যমের প্রশ্ন এড়াতে আগেভাগেই মাঠ ছাড়েন ৩৩ বছরের এই তারকা।
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এখনই অস্ত্রোপচার না করালে চোট আরও গুরুতর হয়ে উঠতে পারে। আর সার্জারির পথে গেলে পুনর্বাসনে প্রায় এক মাস সময় লাগবে। যা নেইমারের জন্য বড় একটি ধাক্কা—বিশেষ করে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে তাকে পুরোপুরি ফিট থাকতে হবে।
বিজ্ঞাপন
২০২৫ সালে ইতোমধ্যে চারবার ইনজুরির শিকার হয়েছেন নেইমার। জানুয়ারিতে সান্তোসে যোগ দেওয়ার পর মার্চে ঊরুর চোটে পোলিস্তাও লিগের সেমিফাইনাল মিস করেন। এপ্রিলে আবারও একই ধরনের ইনজুরিতে মাঠ ছাড়েন কান্নায় ভেঙে পড়ে। সেপ্টেম্বরে ডান পায়ের গ্রেড-২ চোট, আর শেষবার নভেম্বরে মেনিস্কাসে সমস্যা। পুরো মৌসুমে তিনি খেলেছেন মাত্র ২৫ ম্যাচ, গোল করেছেন ৭টি—যা তার চুক্তি নবায়ন নিয়েও প্রশ্ন তৈরি করছে।








