Logo

হাবিব উল্লাহ ডনকে সভাপতি করে ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৮:৩৮
11Shares
হাবিব উল্লাহ ডনকে সভাপতি করে ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটি
হাবিব উল্লাহ ডন । ছবি সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের নেতৃত্বাধীন জাতীয় ক্রীড়া পরিষদ মঙ্গলবার খ্রিষ্টাব্দে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের_কমিটি পুনঃগঠন করেছে। বানিজ্য উদ্যোক্তা ও কৃতি খেলোয়াড় মো. হাবিব উল্লাহ ডনকে সভাপতি ও রাসেল কবির সুমনকে সাধারন সম্পাদক করে ১৯ (উনিশ) সদস্য বিশিষ্ট কামটি গঠনের মধ্য দিয়ে স্তিমিত হয়ে যাওয়া জনপ্রিয় ব্যাডমিন্টন খেলায় নতুন জাগরন তৈরীর পদক্ষেপ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।

বিজ্ঞাপন

নতুন গঠিত কমিটির সভাপতি মো. হাবিব উল্লাহ ডন গত তিন দশক ধরে দেশের ক্রীড়াঙ্গনে সংগঠক এবং অনুরাগী হিসাবে ঘনিষ্ঠ ভাবে যুক্ত ছিলেন। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাবের গৌরবময় সময়ে ক্রিকেট কমিটির সহ-সভাপতি হিসাবে তিনি দীর্ঘদিন নৃেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জিমন্যাষ্টিক ফেডারেশন এবং ভলিবল ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্বের সময় জনাব হাবিব উল্লাহ ডন তৃনমূল পর্যায়ে খেলাধুলা বিস্তৃত করার কাজে নিবেদিত ছিলেন।

বিভিন্ন সামাজিক ক্লাব বিশেষ করে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাবের ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকান্ডে জড়িত মো. হাবিব উল্লাহ ডন গুলশান ব্যাডমিন্টন ক্লাবেরও অন্যতম সংগঠক। বিভিন্ন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি খেলোয়াড় হিসাবে বহু পুরস্কার ও সাফল্য অর্জন করেছেন।

অটোমোবাইল খাত, এয়ার লাইন্স ইন্ড্রাষ্ট্রি, রিয়েল এষ্টেট সেক্টর ও স্পোর্টস এন্ড ওয়েলনেস ইক্যুইপমেন্ট খাতের উদ্যোক্তা মো. হাবিব উল্লাহ ডন এ.এম গ্রুপের চেয়ারম্যান হিসাবে বানিজ্য অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব। দেশের শীর্ষ বানিজ্য সংগঠন এফবিসিসিআই এর সহ-সভাপতি এবং বাংলাদেশ ও কমনওয়েলথভূক্ত স্বাধীন রাষ্ট্র সমূহের যৌথ চেম্বারের সভাপতি এবং রিকন্ডিশন্ড মোটরযান সেক্টরের প্রভাবশালী সংগঠন বারভিডার সভাপতি পদে ০৪ (চার) মেয়াদে দায়িত্ব পালনের সময় জনাব হাবিব উল্লাহ ডন ব্যাবসায়ীদের কল্যান ও বেসরকারী খাতের বিকাশে বহুমাত্রিক অবদান রেখে পেশাগত জীবনকে সমৃদ্ধ করেছেন।

বিজ্ঞাপন

বহুদিন পর সত্যিকার পেশাদার ও ক্রীড়া ব্যাক্তিত্বদের নিয়ে ফেডারেশন কমিটি গঠন করায় ব্যাডমিন্টন অঙ্গনের সংশ্লিষ্টরা উচ্ছাস প্রকাশ করেছেন। জেলা উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন খেলাকে তরুন প্রজম্মের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে অবকাঠামো তৈরী সহ নিয়মিত জাতীয় ও আর্ন্তজাতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে বর্তমান কমিটি কার্যকর উদ্যোগ গ্রহন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD