Logo

হ্যারির ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৯:২১
13Shares
হ্যারির ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর
ছবি: সংগৃহীত

হ্যারি ট্যাক্টরের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে আইরিশরা। জয়ের জন্য বাংলাদেশকে লক্ষ্য দিয়েছে ১৮২ রানের।

বিজ্ঞাপন

টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। তবে শুরুতে আইরিশ ওপেনারদের আক্রমণে কিছুটা চাপে পড়ে টাইগাররা। ৪.২ ওভারে দলীয় ৪০ রানে অধিনায়ক পল স্টারলিংকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তানজিম হাসান সাকিব। ফেরার আগে ১৮ বলে ২১ রান করেন স্টারলিং।

এরপর টম ট্যাক্টর ও হ্যারি ট্যাক্টরের ২৪ বলে ২১ রানের জুটিতে এগিয়ে যায় আয়ারল্যান্ড। রিশাদ হোসেনের লেগস্পিনে বিভ্রান্ত হয়ে টম ট্যাক্টর (১৯ বলে ৩২) ক্যাচ দেন, তবে অপরপ্রান্তে দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান হ্যারি ট্যাক্টর। মাত্র ৪৫ বলে এক চার ও পাঁচটি ছক্কার সহায়তায় ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

বিজ্ঞাপন

১৩.৩ ওভারে দলীয় ১০৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন লরকান টাকার। তিনি শরিফুলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৪ বলে ১৮ রান করেন।

দলীয় ১৪৯ রানে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ক্যাচে পরিনত হন কার্টিস ক্যাম্পার। তিনি ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন।

বিজ্ঞাপন

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নামবে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বশীলতা ও আগ্রাসী ব্যাটিংই এখন টাইগারদের জয়ের মূল চাবিকাঠি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD