Logo

এবারের বিপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন ১৯ ক্রিকেটার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৫, ১৭:২৯
9Shares
এবারের বিপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন ১৯ ক্রিকেটার
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তোড়জোড় চলছে বেশ জোরেশোরেই। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। আগামী রবিবার (৩০ নভেম্বর) নিলামের আগে প্রত্যেক দল দু’জন করে স্থানীয় খেলোয়াড়কে সরাসরি দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে। সেই সঙ্গে দুইজন বিদেশি ক্রিকেটারও নিতে পারবে আগাম চুক্তিতে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে ৬ দলই তাদের সরাসরি সাইনিং চূড়ান্ত করেছে। দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৮ ক্রিকেটারের গন্তব্য চূড়ান্ত। প্রতিটি দলই দুইজন করে দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে ৪টি ফ্র্যাঞ্চাইজি। তবে এখনও কোনো বিদেশির নাম ঘোষণা করেনি রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স।

সরাসরি চুক্তিতে কোন দলে কারা?

বিজ্ঞাপন

রংপুর রাইডার্স আস্থা রেখেছে জাতীয় দলের দুই নির্ভরযোগ্য মুখ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ওপর। ঢাকা ক্যাপিটালসও দলে এনেছে দুই তারকা। গতিময় বোলার তাসকিন আহমেদ ও ওপেনার সাইফ হাসান যোগ দিয়েছেন মেগাস্টার শাকিব খানের দলে।

বিদেশিদের মধ্যে তারা দলে টেনেছে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও পাকিস্তানি ব্যাটার উসমান খানকে। হেলসকে পুরো আসরে না পেলেও উসমান খানকে পেতে আশাবাদী ঢাকা। গেল আসরে হেলস রংপুর ও উসমান খান চিটাগংয়ের হয়ে বিপিএল মাতিয়েছেন।

নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স তাদের স্পিন শক্তিকে পোক্ত করেছে জাতীয় দলের দুই অলরাউন্ডার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বিদেশিদের মধ্যে নিশ্চিত করেছে প্রতিশ্রুতিশীল ব্যাটার সাইম আইয়ুব ও পেসার মোহাম্মদ আমিরকে। পাকিস্তানি দুই তারকাকে পূর্ণ মৌসুম দেখা যেতে পারে এবারের বিপিএলে।

বিজ্ঞাপন

রাজশাহী ওয়ারিয়র্স দলে টেনেছে দুই টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিমকে। তবে এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নেয়নি তারা। রংপুর রাইডার্সও নিলামের আগে কোনো বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।

নবাগত নোয়াখালী এক্সপ্রেসও পিছিয়ে নেই। তারা দলে ভিড়িয়েছে অলরাউন্ডার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে। বিদেশিদের মধ্যে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ধারাবাহিক ব্যাটার কুশল মেন্ডিস। এ ছাড়া যুক্ত করেছেন ক্যারিবিয়ান জনসন চার্লসকে। চট্টগ্রাম রয়্যালস চুক্তিবদ্ধ করেছে স্পিনার শেখ মাহেদী ও তানভীর ইসলাম। তাদের বিদেশি সাইনিং পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD