অন্য দলের জার্সি পরলে তোমাকে অদ্ভুত লাগতো: শাহরুখ খান

দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম ভরসা হয়ে থাকা আন্দ্রে রাসেল এবার আইপিএল ক্যারিয়ারের ইতি টেনেছেন। ২০২৬ আসর সামনে রেখে দুইবারের চ্যাম্পিয়ন কেকেআর তাকে রিলিজ করে দেয়।
বিজ্ঞাপন
এরপরই আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন ক্যারিবীয় অলরাউন্ডার। তবে খেলা ছাড়লেও দল ছাড়ছেন না তিনি। নতুনভাবে ‘পাওয়ার কোচ’ হিসেবে কেকেআরের সাপোর্ট স্টাফে যুক্ত হচ্ছেন রাসেল।
রাসেলের অবসরের ঘোষণায় আবেগাপ্লুত হয়েছেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বার্তায় রাসেলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সুপারস্টার।
বিজ্ঞাপন
শাহরুখ লিখেছেন, ‘দুর্দান্ত স্মৃতির জন্য ধন্যবাদ, আন্দ্রে। তুমি আমাদের উজ্জ্বল বর্ম পরা নাইট। কেকেআরে তোমার অবদান বইয়ে লিখে রাখার মতো। এখান থেকেই তোমার ক্রীড়া জীবনের নতুন অধ্যায়ের শুরু। এবার তুমি আমাদের পাওয়ার কোচ, বেগুনি-সোনালি জার্সি পরা ছেলেদের শক্তি ও জ্ঞান দিয়ে আরও সমৃদ্ধ করবে।’
শাহরুখ আরও লেখেন, ‘অন্য কোনও জার্সিতে তোমাকে অদ্ভুত লাগত। মাসল রাসেল, তোমাকে ভালোবাসি। দলের এবং সব ক্রীড়াপ্রেমীদের পক্ষ থেকে ভালোবাসা রইল।’
বিজ্ঞাপন
২০১৪ সালে কেকেআর দলে যোগ দেওয়া রাসেল এক দশক ধরে ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। তার আগ্রাসী ব্যাটিং, বিধ্বংসী বোলিং ও অসাধারণ অলরাউন্ড দক্ষতায় একাধিক ম্যাচ জিতিয়েছে কেকেআরকে। তবে গত দুই মৌসুম ধরে তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত নিলামের আগে তাকে ছেড়ে দেয় কেকেআর ব্যবস্থাপনা।
প্রিয় দলের বিপক্ষে খেলতে চান না—এ কারণেই আইপিএল থেকেও অবসর নিলেন রাসেল। তবে নতুন ভূমিকায় কেকেআর পরিবারে যুক্ত থাকায় সমর্থকরা তাকে বেগুনি-সোনালি জার্সিতেই দেখতে পাবেন এবারও।








