ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা বিভাগের কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন।
বিজ্ঞাপন
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশও উপস্থিত হয়ে সাধারণ মানুষের সহায়তায় বাসের ভেতর থেকে আটকে পড়া বহু যাত্রীকে উদ্ধার করে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদির দিকে যাচ্ছিল, অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলে যাচ্ছিল।
প্রকাশিত ছবিতে দেখা গেছে—একটি বাসের চালকের আসনের পাশের অংশ পুরোপুরি বিধ্বস্ত। দুর্ঘটনাস্থলের ভিডিওও ছিল বেশ ভয়াবহ; সেখানে নিহতদের সারিবদ্ধভাবে শুইয়ে রাখা এবং আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে দেখা গেছে। অনেক যাত্রী বাসের ভেতরেই আটকে ছিলেন।
বিজ্ঞাপন
গত সপ্তাহেও তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হলো প্রাণহানি।
সূত্র: এনডিটিভি








