Logo

এবার বিপিএলে ফিক্সিং প্রতিরোধে থাকছে সিআইডি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ১৫:১১
6Shares
এবার বিপিএলে ফিক্সিং প্রতিরোধে থাকছে সিআইডি
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বিপিএলে ফিক্সিং-সংক্রান্ত অভিযোগে সাত ক্রিকেটারের নাম সন্দেহভাজনের তালিকায় থাকায় তারা নিলাম থেকে বাদ পড়েন। এর মধ্যে ছিলেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতি প্রবেশ না করুক, সেই উদ্দেশ্য নিয়ে নতুন পদক্ষেপ নিচ্ছে বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবি জানিয়েছে, আগামী আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর সদস্য নিয়োগ দেওয়া হবে। এজন্য সিআইডির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করা হবে। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন, গত ৩০ নভেম্বর বিপিএলের নিলামের পর।

সাখাওয়াত হোসেন বলেন, খেলার ইন্টেগ্রিটির জন্য আমরা নতুন উদ্যোগ নিয়েছি। আমাদের ইন্টেগ্রিটি দল থাকবে, পাশাপাশি বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগের সঙ্গে একটি এমওইউ করছি। সিআইডির দুইজন অফিসার—একজন পোশাকধারী, অন্যজন সাদা পোশাকে—প্রতিটি দলের সঙ্গে থাকবেন।

বিজ্ঞাপন

ফিক্সিং প্রতিরোধে সিআইডির সক্ষমতা সম্পর্কে তিনি বলেন, সিআইডি বাংলাদেশের সবচেয়ে উন্নত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে, এমনকি হোয়াটসঅ্যাপের কথাও তারা দেখতে পারে। সব ধরনের যন্ত্রপাতি তাদের রয়েছে। আমরা সরকারের সঙ্গে কাজ করছি। খেলার স্বচ্ছতা বজায় রাখতে আমাদের আন্তরিকতা কোনো অংশেই কম নয়।

এই উদ্যোগের মাধ্যমে বিপিএলে খেলার স্বচ্ছতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে বিসিবি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD