লিটনকে ৭৫ লাখ টাকায় দলে পাওয়ার কথা ভাবতেই পারেননি সোহান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম পদ্ধতি ফেরার দিনে বেশ কিছু চমক দেখা গেছে। সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে টানার পর চট্টগ্রাম রয়্যালস আলোচনায় থাকলেও শিরোনামে আরও উঠে এসেছে এ ক্যাটাগরির আরেক ক্রিকেটার লিটন দাস।
বিজ্ঞাপন
অভিজ্ঞ এই ওপেনারকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। এমন দামে জাতীয় দলের অধিনায়ককে পাওয়া—রংপুর শিবিরের জন্য যেন বাড়তি পাওয়া।
রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানও নিজে বিশ্বাস করতে পারেননি লিটনকে এত কম দামে পাবেন। নিলামের পর গণমাধ্যমকে তিনি বলেন, টি-টোয়েন্টিতে টপ অর্ডারের অনেক দায়িত্ব থাকে। আমাদের টপ অর্ডারও হেভি হয়েছে। আমরা খুব খুশি। লিটনকে ৭০ লাখে পাব— এটা আশা করিনি।
বিজ্ঞাপন
লিটনের বর্তমান ফর্ম রংপুরকে আরও এগিয়ে নেবে বলে মনে করেন সোহান, লিটন এখন যে ধরনের ক্রিকেট খেলছে, ওর হাত ধরে রংপুর আরও ভালো করবে। লিটনকে ৭০ লাখে পাওয়া সত্যিই বাড়তি পাওয়া। তবে তাওহীদ হৃদয়কে নিয়েও আমাদের পরিকল্পনা ছিল।
নিলামে কোন ক্রিকেটারকে সবচেয়ে মূল্যবান মনে হচ্ছে, এমন প্রশ্নে দলের সকলকে সমান মনে করার কথাই বলেন সোহান, দলে ১৪ বা ১৫ জন যেই থাকুক, প্রতিটি খেলোয়াড়ই আমার কাছে সমান মূল্যবান। একটি দল হিসেবে খেলতে গেলে প্রতিটি খেলোয়াড়কে সমানভাবে মূল্যায়ন করা জরুরি।
বিজ্ঞাপন
শুধু বিদেশিদের ওপর নির্ভরশীল না থেকে স্থানীয় ক্রিকেটার ভিত্তিক স্কোয়াড গড়ে সন্তোষ প্রকাশ করেন রংপুর অধিনায়ক। তিনি বলেন, প্রতিবছরই বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হয়। কিন্তু তারা আসা–যাওয়ার মধ্যে থাকে বলে সমন্বয়ে সমস্যা হয়। তাই আমরা চেয়েছি জাতীয় দল-ধাঁচের সাত-আটজন স্থানীয় ক্রিকেটারকে নিয়ে মাঠে নামতে। স্থানীয়দের ওপর গুরুত্ব দেওয়ার কারণেই সবচেয়ে ভালো দলটা গড়াই ছিল আমাদের মূল লক্ষ্য।








