বিশ্বকাপের উত্তাপ ফোনেও, অজানা নম্বরে অতিষ্ঠ জেমাইমা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারত। সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠায় বড় ভূমিকা রাখেন জেমাইমা রদ্রিগেজ। টুর্নামেন্টজুড়ে নিজেকে মেলে ধরতে না পারলেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ১২৭ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তোলেন তিনি।
বিজ্ঞাপন
এই ম্যাচের পরই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন জেমাইমা। একের পর এক অজানা নম্বর থেকে ফোন, হোয়াটসঅ্যাপে হাজারের বেশি বার্তা—সব মিলিয়ে তার মোবাইল ফোন পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছিল। এতে মনোযোগ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বাধ্য হয়ে হোয়াটসঅ্যাপই আনইনস্টল করেন তিনি।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে জেমাইমা বলেন, সেমিফাইনালের পর তার ফোন বেজে থামছিল না। কীভাবে অচেনা ব্যক্তিরা তার নম্বর জোগাড় করল, সেটাও তার কাছে রহস্য। এত মেসেজ আর ফোনকলে মানসিকভাবে চাপ তৈরি হচ্ছিল বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ফাইনালের আগে যতটা সম্ভব মনোযোগ ধরে রাখাই ছিল তার লক্ষ্য। তাই ফোনে আসা নোটিফিকেশন বন্ধ করতে সোশ্যাল মিডিয়া থেকেও দূরে ছিলেন জেমাইমা। ম্যাচ শেষে কেবল প্রয়োজনীয় আপডেট দিয়েছেন।
আরও পড়ুন: ‘আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ’
ফাইনালে শিরোপা জয়ের পর আবার হোয়াটসঅ্যাপ ইনস্টল করে সবাইকে উত্তর দেন তিনি। জেমাইমার ভাষায়, এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই নিজের ইনিংস বা দলের জয়ের মুহূর্তের ভিডিও–ছবি চোখে পড়ে, আর অনেকেই তাকে নিয়ে কথা বলছে।








