দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই, আলোচনায় ভারতের সুপ্রিম কোর্টও!

নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই সমালোচনার তীর ঘুরে দাঁড়িয়েছে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের দিকে। সমর্থকদের ক্ষোভ থামছে না। সেই ব্যর্থতার প্রসঙ্গ এবার উঠল ভারতের সুপ্রিম কোর্টের আদালত কক্ষেও!
বিজ্ঞাপন
এক মামলার শুনানিতে বিচারপতি এমএম সুন্দরেশ ভারতীয় টেস্ট দলের সাম্প্রতিক ব্যর্থতা উল্লেখ করে মন্তব্য করেন, আপনি যখন টি-টোয়েন্টি আর ওয়ানডেতে বেশি মনোযোগ দেবেন, তখনই টেস্ট ম্যাচ জিততে পারবেন না। শুনানির সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে।
আইনজীবী মুকুল রোহতগির সঙ্গে কথা বলার সময়ই গম্ভীরের উদাহরণ টেনে আনেন বিচারপতি সুন্দরেশ। টেস্টে ভারতের ধারাবাহিক ভরাডুবির পেছনে সাদা বলের ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়াকেই তিনি দায়ী করেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দাপুটে জয়
বিজ্ঞাপন
গত এক বছরে গম্ভীরের কোচিংয়ে ভারতের সাদা বলের ফরম্যাটে রেকর্ড দুর্দান্ত—চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপসহ বড় টুর্নামেন্টে ভালো ফল এসেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে ফেবারিট ধরা হচ্ছে। কিন্তু লাল বলের ক্রিকেটে চিত্রটি সম্পূর্ণ বিপরীত।
ইংল্যান্ডে সিরিজ ড্র, অস্ট্রেলিয়ায় হার এবং সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে ধারাবাহিক হোয়াইটওয়াশ—সব মিলিয়ে সমালোচকরা দাবি তুলেছেন, গম্ভীরকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।
বিজ্ঞাপন
বিচারপতির মন্তব্যের জবাবে রোহতগি জানান, এ বিষয় নিয়ে ইতোমধ্যেই তার গম্ভীরের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, গম্ভীর আমার বন্ধু। আজ সকালেই তাকে ফোন করে বলেছি—যদি নিজের ঘরের পিচেও জিততে না পারো, তাহলে পদ ছাড়ার কথাও ভাবতে হবে। এই কথার পর বিচারপতি আর কিছু বলেননি।
কোর্টরুম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়—সবখানেই এখন আলোচনার কেন্দ্র, ভারতের টেস্ট দলে গম্ভীরের ভবিষ্যৎ।








